Uma Update: বিয়ে ভাঙতে হাজির উমা, সঙ্গে 'পার্টনার' অভিমন্যু, কিন্তু কেন?
Uma Serial Update: উমা এবং অভিমন্যু জানতে পেরেছে যে উমার দিদি সোমার যেই পাত্রের সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর আগেও একবার বিয়ে হয়েছে। সে কথা লুকিয়েই সোমার সঙ্গে বিয়ে করতে হাজির হয়েছে সে।
কলকাতা: হাজার ঝড়ঝাপ্টা সামলে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে উমার (Uma) দিদি সোমা। কিন্তু শেষ মুহূর্তে এসেও সমস্যা পিছু ছাড়ছে না দুই বোনের। ঠিক কী ঘটেছে?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'উমা'-এ এখন হইহই কাণ্ড। বিয়ে বাড়ির অনুষ্ঠান বলে কথা। তাও আবার উমার দিদি সোমার। এতদিন ধরে দিদির ভাল করে বিয়ে দেবে বলে কত কাঠখড়ই না পোড়াতে হয়েছে উমাকে। অবশেষে সেই বিশেষ দিন উপস্থিত। বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে সোমা। কিন্তু শেষ মুহূর্তে এসেও গণ্ডগোল।
আরও পড়ুন: Sarbojaya Update: বিপন্ন সঞ্জয়ের জীবন, সিঁথির সিঁদুর কি আদৌ রক্ষা করতে পারবে সর্বজয়া?
উমা এবং অভিমন্যু জানতে পেরেছে যে উমার দিদি সোমার যেই পাত্রের সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর আগেও একবার বিয়ে হয়েছে। সে কথা লুকিয়েই সোমার সঙ্গে বিয়ে করতে হাজির হয়েছে সে। কিন্তু তাঁর আসল রূপ জানতে পেরে উমা ও অভি বদ্ধপরিকর যে ভুল মানুষের সঙ্গে কিছুতেই দিদির বিয়ে দেবে না। উমা বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে সে স্থির করে ভাল যোগ্য পাত্র খুঁজেই ওই মণ্ডপে ওই লগ্নেই দিদির বিয়ে দেবে সে। কিন্তু আদৌ কি সে নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে পারবে? সেটাই দেখার।
ধারাবাহিকের মুখ্য চরিত্র উমা যে তাঁর পরিবারের জন্য কতটা প্রয়োজনীয়, তাঁকে ছাড়া যে গোটা পরিবার অচল তা আরও একবার প্রমাণিত হবে। এমনটাই জানাচ্ছেন ধারাবাহিকে উমার মা, অভিনেত্রী সোমা চক্রবর্তী। ভুল মানুষের সঙ্গে সোমার বিয়ে আটকাতে উমার সঙ্গে হাজির হয়েছেন তাঁর 'পার্টনার' অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। কনের সাজে ক্যামেরাবন্দি অভিনেত্রী জুঁই সরকার অর্থাৎ উমার দিদি। তিনি জানান, অনিচ্ছা সত্ত্বেও তাঁর বিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানেও আছে চমক। উমার চরিত্রে শিঞ্জিনি চক্রবর্তী (Shinjinee Chakraborty) ইতিমধ্যেই মন জয় করেছেন দর্শকদের।