এক্সপ্লোর
প্রিয়ঙ্কার সঙ্গে আমার তুলনা সঠিক নয়:দীপিকা পাড়ুকোন

মুম্বইঃ প্রিয়ঙ্কা চোপড়া-দীপিকা পাড়ুকোন দুজনে একসঙ্গে সঞ্জয় লীলা বনশালির ছবি ‘বাজিরাও মস্তানি’তে কাজ করেছিলেন। এরপর দুজনেই একসঙ্গে হলিউডের বিভিন্ন প্রজেক্টেও কাজ করছেন। তাই স্বাভাবিক ভাবেই এই দুই অভিনেত্রীর তুলনা চলে আসছে। কিন্তু এই তুলনা মোটেই গ্রহণযোগ্য নয়, ঠিকও নয়, মন্তব্য দীপিকার।
৩৪ বছরের প্রিয়ঙ্কা হলিউডে ডেবু করেছিলেন ‘কোয়ান্টিকো’-র হাত ধরে। এদিকে ৩১-এর দীপিকা আন্তর্জাতিক বিশ্বে পা রাখলেন ‘এক্সএক্সএক্স:রিটার্ন অফ জেন্ডার কেজ’-এর সৌজন্যে। কিন্তু এতকিছুর পরও দুজনের মধ্যে তুলনাটা একবারেই সঠিক নন, মনে করেন প্রকাশ কন্যা। কারণ, তাঁরা দুজনেই সম্পূর্ণ ভিন্ন রাস্তায় হাঁটছেন।
প্রিয়ঙ্কাও অবশ্য কর্ণের শোয়ে এসে দীপিকার উচ্ছ্বসিত প্রশংসা করে নিজেদের মধ্যে চলা তুলনাকে এড়িয়ে রেখে বলেন, তিনি গর্বিত দীপিকা, সোনামরা সব আসতে আসতে হলিউডে পা বাড়াচ্ছেন। এই উন্নতিটা সত্যিই ভাল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















