Upcoming Bengali Movie: প্রথমবার পর্দায় বাবা-ছেলের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋদ্ধি সেন
এই প্রথমবার পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋদ্ধি সেনের যুগলবন্দি।
![Upcoming Bengali Movie: প্রথমবার পর্দায় বাবা-ছেলের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋদ্ধি সেন Upcoming Bengali Movie: Prosenjit Chattopadhyay and Riddhi Sen in the role of father and son on screen for the first time Upcoming Bengali Movie: প্রথমবার পর্দায় বাবা-ছেলের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋদ্ধি সেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/08/6ccab1a06effba0782f98895c1240c99_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাবা ও ছেলের ভূমিকায় এবার দেখা মিলতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋদ্ধি সেনের। ছবির নাম 'ডাক্তার কাকু'। ছবিটির পরিচালনা করছেন টলি পাড়ার জনপ্রিয় পরিচালক পাভেল। এই ছবিতে প্রসেনজিৎ ও ঋদ্ধি দুজনেই পেশাগত ভাবে ডাক্তার। তবে তাদের কাজের ধরণ আলাদা আলাদা। পাশাপাশি মানুষ হিসেবেও তারা একে অপরের বিপরীত। ছবিতে ব্য়ক্তিগত জীবনে তাদের পেশা কিভাবে প্রভাব ফেলে সেটাই তুলে ধরা হয়েছে। মানুষের স্বার্থে কি তারা নিজেদের মধ্য়ে দূরত্ব মিটিয়ে নেবে? এই সূত্রকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প।
প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋদ্ধি সেন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন এনা সাহা। এছাড়া টলিপাড়ার বেশ কিছু চেনা মুখেদের দেখতে পাওয়া যেতে চলেছে এই ছবিতে।
প্রসঙ্গত, এই মুহূর্তে এনা সাহা যশ দাশগুপ্তর সঙ্গে 'চিনেবাদাম'-এর শুটিং-এ ব্য়স্ত। অন্য়দিকে কিছুদিন আগেই ওটিটি প্ল্য়াটফর্ম হইচই-য়ে মুক্তি পেয়েছে 'গার্লফ্রেন্ডস অ্য়ান্ড বয়ফ্রেন্ডস'। যেখানে মৈনাক ভৌমিকের পরিচালনায় অভিনয় করতে গেছে ঋদ্ধি সেনকে। ঋদ্ধি ছাড়াও ওয়েব সিরিজটিতে দেখা গেছে ঋতব্রত মুখোপাধ্য়ায়, ইশা সাহার মত অভিনেতাদের। এর আগে কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পরিচালনায় 'কিশোরকুমার জুনিয়র'-এ বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋতব্রত মুখোপাধ্য়ায়।
অন্য়দিকে সদ্য়ই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। এই ছবিতে প্রসেনজিৎ ও দেবের পাশাপাশি অভিনয় করেছেন ইশা সাহা। এর আগে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকর' ছবিতে।
আরও পড়ুন...
পাড়ায় পাড়ায় ঘুরে ক্য়াপ ফাটিয়েই কেটে যেত পুজোর দিনগুলো, অকপট মৈনাক
গোয়েন্দা ‘গোরা’র হাত ধরে ডিজিট্যাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর
পুজো স্পেশ্যাল গান ‘কলঙ্কভাগী’ নিয়ে হাজির হচ্ছেন তিমির বিশ্বাস
বদলে গেল সন্দীপ্তার চেনা রূপ, কী বার্তা নিয়ে এলেন অভিনেত্রী?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)