Upcoming Hindi Movies: নভেম্বর মাসে বলিউডে কোন কোন ছবি মুক্তি পাবে?
যশরাজ ফিল্মস থেকে আমির খান প্রোডাকশন, সাজিদ নাদিয়াদওয়ালা থেকে রোহিত শেট্টি, টাইগার শ্রফ থেকে অজয় দেবগন, রণবীর সিংহরা একে একে নিজেদের ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন।
মুম্বই: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। এর ফলে বলিউডে (Bollywood) একাধিক ছবি মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই বলিউডে পর পর ছবি মুক্তির দিন ঘোষণা করতে থাকেন পরিচালক, প্রযোজক থেকে অভিনেত্রী, অভিনেত্রীরা। যশরাজ ফিল্মস থেকে আমির খান প্রোডাকশন, সাজিদ নাদিয়াদওয়ালা থেকে রোহিত শেট্টি, টাইগার শ্রফ থেকে অজয় দেবগন, রণবীর সিংহরা একে একে নিজেদের ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন। গত ২২ অক্টোবর মহারাষ্ট্রে খুলে গিয়েছে সিনেমাহল। তাই মুক্তির অপেক্ষায় তালিকায় রয়েছে একগুচ্ছ ছবি।
দীর্ঘদিন ধরে সিনেমাহল বন্ধ থাকায় ছবির ব্যবসায় এর প্রভাবও পড়ছে মারাত্মক হারে। করোনা অতিমারির সংক্রমণের কারণে সিনেমাহলে গিয়ে দর্শকদের ছবি দেখার উপরেও সংশয় দেখা দিয়েছে। তার মধ্যেও কোভিড বিধি মেনে সিনেমাহল খুলেছে মহারাষ্ট্রে। তাহলে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক নভেম্বর মাস জুড়ে বলিউডে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন - Kareena Kapoor Son Pic: সবাই যখন হ্যালোউইনে সাজছে, তখন কী কাজে ব্যস্ত তৈমুর?
১. সূর্যবংশী - মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই উচ্ছ্বসিত পরিচালক রোহিত শেট্টি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে, দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'সূর্যবংশী'। মাল্টি স্টারার এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিংহ, ক্যাটরিনা কাইফের মতো অভিনেতারা। আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।
২. বান্টি অউর বাবলি টু - যশরাজ ফিল্মসের ব্যানারে একাধিক ছবির মুক্তি আটকে ছিল করোনা পরিস্থিতিতে সিনেমাহল না খোলার কারণে। কিন্তু কিছুতেই ওটিটি প্ল্যাটফর্মে ছবিগুলি মুক্তি দিতে নির্মাতা। মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই যশরাজ ফিল্মসের যে ছবি সবার আগে মুক্তি পেতে চলেছে তা 'বান্টি অউর বাবলি টু'। ছবিতে অভিনয় করেছেন সেফ আলি খান, রানি মুখোপাধ্যায়, সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী ওয়াঘ। আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে চলেছে মাল্টিস্টারার এই ছবি। প্রসঙ্গত, এই ছবি দিয়েই বারো বছর পর পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন সেফ-রানি।
আরও পড়ুন - Alia Bhatt 8 Ring: বাগদান পর্ব কি তবে সম্পন্ন? আলিয়া ভট্টের নতুন ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
৩. সত্যমেব জয়তে টু - অভিনেতা জন আব্রাহামের আগামী অ্যাকশন ড্রামা 'সত্যমেব জয়তে টু' মুক্তি পেতে চলেছে আগামী ২৫ নভেম্বর।
৪. অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ - বলিউড ভাইজান সলমন খান এবং তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মার আগামী ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ' মুক্তি পেতে চলেছে আগামী ২৬ নভেম্বর।