Urvashi Rautela: 'শুধুই ঠাট্টা, আমার মনের অবস্থা কেউ ভাবছে না, পাশে দাঁড়াচ্ছে না', মুখ খুললেন উর্বশী
Urvashi Rautela On Allegations Of Stalking Rishabh Pant: সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনা ঋষভ ও উর্বশীর সম্পর্কের। তাঁর সমস্ত পোস্টেই যেন ঋষভ পন্থের সঙ্গে যোগসূত্র খুঁজে পান নেটিজেনরা।
![Urvashi Rautela: 'শুধুই ঠাট্টা, আমার মনের অবস্থা কেউ ভাবছে না, পাশে দাঁড়াচ্ছে না', মুখ খুললেন উর্বশী Urvashi Rautela On Allegations Of Stalking Rishabh Pant: ‘First In Iran Mahsa Amini And Now In India...They're Bullying Me' Urvashi Rautela: 'শুধুই ঠাট্টা, আমার মনের অবস্থা কেউ ভাবছে না, পাশে দাঁড়াচ্ছে না', মুখ খুললেন উর্বশী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/13/e9b19eff50a8862f7dd7763d50542130166564957579349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, সংবাদমাধ্যমে লেখালেখি.. অবশেষে ঋষভ পন্থের (Rishav Pant) সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)? সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে মনখারাপি ছোঁয়া।
সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনা ঋষভ ও উর্বশীর সম্পর্কের। তাঁর সমস্ত পোস্টেই যেন ঋষভ পন্থের সঙ্গে যোগসূত্র খুঁজে পান নেটিজেনরা। আর তাই কমেন্ট বক্সে বারে বারেই ঘোরাফেরা করে পন্থের নাম।
সদ্য অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন উর্বশী। গত রবিবারই (৯ অক্টোবর) এই প্রাইভেট জেটের মধ্যে এক ছবি দিয়ে উবর্শী নিজের অস্ট্রেলিয়া পৌঁছনোর কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার হৃদয়কে অনুসরণ করেছি এবং সেটা আমায় অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছে।'
এরপরেই শুরু হয়ে যায় জল্পনা। পন্থও বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে ভারতীয় দলের সঙ্গে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে ফের একবার উর্বশীর নাম জড়ায়। এরপর করবা চৌথ (Karwa Chauth)-এর পোস্টেও জল্পনা।
আরও পড়ুন: Disha Vakani: ক্যানসারে আক্রান্ত 'তারাক মেহতা কা উল্টা চশমা'-র দয়া? সত্যিটা জানালেন দিশার ভাই
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে শাড়ি, খোলা চুল, স্নিগ্ধ বেশে ধরে দিয়েছেন তিনি। সেই পোস্টে উপচে পড়েছে মনখারাপ। উর্বশীর অভিযোগ, সবাই তাঁকে নিয়ে মজা করছে, তাঁকে স্টকার বলা হচ্ছে এবং তাঁকে সমর্থন করতে এগিয়ে আসছেন না কেউ!
উর্বশী লিখছেন, 'প্রথমে ইরানের মাহাশা আমিনি আর তারপর ভারতে। এখন আমায় নিয়ে সবাই ঠাট্টা করছে, আমায় স্টকার বলছে। আমায় কেউ সমর্থন করছেন না তো বটেই, এমনকি আমার অনুভূতির কথাও ভাবছেন না। একজন দক্ষ ও আত্মবিশ্বাসী নারী খুব গভীরভাবে চিন্তা করে আর নির্ভয়ে ভালোবাসে। তার হাসির মতোই সাধারণভাবে তাঁর চোখে জল আসে। সে নরম কিন্তু শক্তিশালী। সে ভগবানের দান।'
এ সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর প্রতিবাদ বটে.. কিন্তু পন্থের সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও নীরব উর্বশী।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)