Varun-Janhvi New Movie: ফের জাহ্নবী-বরুণ জুটি, শশাঙ্ক খৈতানের পরিচালনায় আসছে প্রেমকাহিনি, ঘোষণা হল নাম
Varun Dhawan and Janhvi Kapoor: ফের জুটি বাঁধছেন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। শশাঙ্ক খৈতানের পরিচালনায় নতুন ছবির নাম ঘোষণা করা হল। প্রযোজনায় কর্ণ জোহরের 'ধর্মা প্রোডাকশন'। কবে মুক্তি?
মুম্বই: ফের পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন (Varun Dhawan) ও জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। ‘বাওয়াল’-এর (Bawal) পর তাঁদের দ্বিতীয় ছবির নাম ঘোষণা করলেন প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখও। ‘ধর্মা প্রোডাকশন’-এর (Dharma Productions) ব্যানারে আসতে চলেছে এই ছবি।
বরুণ-জাহ্নবীর নতুন ছবি, নাম ঘোষণা কর্ণ জোহরের
কর্ণ জোহর বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করলেন ছবির নাম ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ (Sunny Sanskari Ki Tulsi Kumari)। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক খৈতান (Shashank Khaitan)। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির প্রযোজনার দায়িত্বে কর্ণ জোহরের ‘ধর্মা প্রোডাকশনস’। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধবন ও জাহ্নবী কপূরকে। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে ২০২৫ সালের ১৮ এপ্রিল। এদিন প্রকাশ্যে এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
গতকাল, ২১ ফেব্রুয়ারি নির্মাতাদের তরফে একটি টিজার শেয়ার করা হয় যে এসকে (শশাঙ্ক খৈতান) পরিচালিত প্রেমকাহিনি খুব শীঘ্রই আসতে চলেছে। সেখানেই জানানো হয়েছিল এই ছবি সম্পর্কে বড় ঘোষণা করা হবে আজ, ২২ তারিখ।
এদিন অ্যানাউন্সমেন্ট ভিডিও শেয়ার করে কর্ণ জোহর লেখেন, ‘সংস্কারি ও তার হবু কুমারীর কাহিনি! বিনোদনের মোড়া প্রেমকাহিনি আসছে বড়পর্দায়! ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ আসবে প্রেক্ষাগৃহে ১৮ এপ্রিল ২০২৫-এ!’ এর আগেই খবর মিলেছিল যে এবার শশাঙ্ক খৈতানের পরিচালনায় এক রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিতে জুটি বাঁধবেন জাহ্নবী ও বরুণ। শশাঙ্কের পরিচালনায় বরুণের অভিনয় মানেই দর্শক ‘দুলহনিয়া’ ফ্র্যাঞ্চাইজির ছবি আশা করেন। এর আগে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ও ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’ ছবি দুটিরই পরিচালক ছিলেন শশাঙ্ক। দুই ছবিতেই বরুণ ও আলিয়া জুটি বেঁধেছিলেন। তবে এবারের ছবির গল্প কেমন হয় সেটা অবশ্যই সময় বলবে।
View this post on Instagram
কাজের ক্ষেত্রে জাহ্নবী কপূরকে শেষ দেখা গেছে বরুণ ধবনের সঙ্গে রোম্যান্টিক ড্রামা ‘বাওয়াল’ ছবিতে, পরিচালনায় নীলেশ তিওয়ারি। এরপর তাঁকে ‘উলঝ’ ছবিতে আইএফএস অফিসারের চরিত্রে দেখা যাবে। সেখানে অভিনয় করেছেন গুলশন দেবাইয়া, রোশন ম্যাথিউ ও রাজেশ তৈলং। এছাড়া তিনি জুটি বাঁধবেন তেলুগু তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে। ‘দেবারা’ এই ছবির নাম, যার হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন তিনি। এছাড়া রাজকুমার রাওয়ের সঙ্গে তিনি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতেও কাজ করবেন। প্রযোজনায় ‘ধর্মা প্রোডাকশন’। অন্যদিকে বরুণ ধবনকেও শেষ ‘বাওয়াল’ ছবিতে দেখা গেছে। কালিসের পরিচালনায়, অ্যাটলির সহযোগিতায় ‘বেবি জন’ ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়াও ছবিতে রয়েছেন ওয়ামিকা গাব্বি, কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ ও রাজপাল যাদব। চলতি বছরের ৩১ মে প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাওয়ার কথা। এছাড়া তিনি থ্রিলার ওয়েব সিরিজ ‘সিটাডেল ইন্ডিয়া’তেও কাজ করছেন। সম্প্রতি অভিনেতা সন্তান আগমনের ঘোষণাও করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।