Varun-Kiara Exclusive: মঞ্চেই আবদার, বরুণের মন রাখতে হাজির হল কলকাতার রসগোল্লা, মিষ্টি দই
Varun Dhawan - Kiara Advani Exclusive: মঞ্চেই বরুণ ইচ্ছাপ্রকাশ করে ফেললেন মিষ্টি দই খাওয়ার। আর সেইজন্যই সল্টলেকের নামি দোকান থেকে বরুণের জন্য আনা হল মিষ্টি দই।
কলকাতা: গতকাল রাতেই কলকাতা বিমানবন্দরে ছুঁয়েছেন মায়ানগরীর এই তারকা যুগল। তারপর সকালে উঠেই কলকাতার জনপ্রিয় রেস্তোরাঁয় প্রাতঃরাশ সারলেন তাঁরা। তারপরেই সোজা কলকাতার অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial)। তিলোত্তমার ছোট্ট সফর করে পাঁচতারা রেস্তোয়াঁয় এসে সাংবাদিকদের মুখোমুখি বরুণ ধবন (Varun Dhawan) আর কিয়ারা আডবাণী (Kiara Advani)।
সাংবাদিক সম্মেলনে উঠে এল 'জুগ জুুগ জিও' ছবির অফ ক্যামেরার গল্প। বরুণ বললেন, 'আমাদের মধ্যে সবচেয়ে বয়স্কা হল কিয়ারা। শ্যুটিং শেষ হওয়ার পরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস ছিল ওর। অনিল স্যর (অনিল কপূর) তখনও পুরোদমে গল্পে মজে রয়েছেন। আর কিয়ারা হাই তুলছে।'
আরও পড়ুন: Jaadugar Trailer: এবার 'জাদুগর' জিতেন্দ্র কুমার, প্রকাশ্যে এল নতুন ছবির ট্রেলার
পাল্টা খুনসুটি করে মুখ খুললেন কিয়ারা আডবাণীও। বললেন, 'বরুণ সেটে ভীষণ মজা করত। একবার প্রচারের জন্য একটা চপারে সফর করছিলাম আমরা। বিমান চালক ও সহকারী চালককে বরুণ এতটাই প্রশ্ন করছিলেন, তাঁরা রীতিমতো আতান্তরে পড়ে গিয়েছিলেন যে বিমান চালাবেন না কি বরুণের প্রশ্নের উত্তর দেবেন।'
মঞ্চেই বরুণ ইচ্ছাপ্রকাশ করে ফেললেন মিষ্টি দই খাওয়ার। আর সেইজন্যই সল্টলেকের নামি দোকান থেকে বরুণের জন্য আনা হল মিষ্টি দই। সাক্ষাৎকারের ফাঁকেই নাকি ৩ বার সেই দই খেয়ে ফেললেন বরুণ। তারপর মধ্যাহ্নভোজে তাঁদের জন্য আয়োজন করা হয়েছিল বিরিয়ানি, গলোটি কাবাবের মত জীভে জল আনা সব খাবারের। আর কিয়ারা? তাঁর মন পড়ে ফুচকায়। জানালেন, বিমানে ওঠার আগে ফুচকায় কামড় বসানোর ১০০ শতাংশ ইচ্ছা রয়েছে তাঁর।
ভিক্টোরিয়া ভ্রমণ, হলুদ ট্যাক্সি, মিষ্টি দই আর বিরিয়ানী, বরুণ ধবন আর কিয়ারা আডবাণীর কলকাতা সফরকে যেন ঘিরে রইল বাঙালিয়ানা। ২৪ জুন মুক্তি পাচ্ছে তাঁদের নতুন ছবি 'যুগ যুগ জিও'। বরুণ-কিয়ারা ছাড়াও এই ছবিতে রয়েছেন অনিল কপূর, নীতু কপূর,মনীষ পল, প্রযক্তা কোলি ও অনন্যারা।প্রচারের এসে কিয়ারার গলায় শোনা গেল ২ কলি ছবির গানও। এবার বরুণ-কিয়ারার নতুন জুটির রসায়ন দেখার অপেক্ষায় দর্শকেরা।