Vicky-Katrina Wedding: হাজির তারকা শিল্পী, কার কাছে মেহেন্দি পরলেন ক্যাটরিনা কাইফ?
আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। ইতিমধ্যেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিক্স সেন্সেস ফোর্টে উপস্থিত হয়েছেন কবীর খান, নেহা ধুপিয়া, মিনি মাথুর, অঙ্গদ বেদীর মতো তারকারা।
মুম্বই: বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হ চলেছেন ভিকি কৌশল (Vicky Kaushal) -ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। তাঁর আগে রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়াড়া ফোর্টে সাজো সাজো রব। বিয়ের আগে মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান। সংবাদসংস্থা পিটিআই সূত্র খবর পাওয়া গিয়েছে, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের উৎসবের জন্য রাজস্থানের পালি জেলার সোজাত শহর থেকে প্রায় ২০ কেজি "অর্গানিক মেহেন্দি" পাউডার সরবরাহ করা হয়েছে। কিন্তু বলিউড ডিভাকে মেহেন্দি পরালেন কে?
জানা গিয়েছে, 'সূর্যবংশী' অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে হাজির হন তারকা শিল্পী বীণা নাগড়া। হবু বধূকে মেহেন্দির সাজে সাজিয়ে তুললেন তিনি। সম্প্রতি মেহেন্দি আর্টিস্ট বীণা নাগড়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'অবশেষে আমরা করলাম।' সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন, #BigFatIndianWedding । ফলে নেট নাগরিকরা ছবি দেখে আন্দাজ করতে শুরু করে দিয়েছেন যে, তিনি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিবাহআসর থেকেই ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুন - Ankita Lokhande Hospitalished: বিয়ের প্রস্তুতির মধ্যেই হাসপাতালে ভর্তি অঙ্কিতা লোখান্ডে
মেহেন্দি আর্টিস্ট বীণা নাগড়া এর আগে বলিউডে আরও অন্যান্য তারকাদের হাতে মেহেন্দি পরিয়েছেন। দীপিকা পাড়ুকোন থেকে বরুণ ধবনের স্ত্রী নাতাশা দালাল, সোনম কপূর, শাহিদ কপূরের স্ত্রী এবং বলিউডের অন্যান্য অভিনেত্রীরা তাঁর কাছে মেহেন্দি পরেছেন। ক্যাটরিনা কাইফকেও এর আগে মেহেন্দি পরিয়েছেন তিনি। 'হামকো দিওয়ানা কর গয়ে' ছবির শ্যুটিংয়ের সময়ে অভিনেত্রীকে মেহেন্দি পরান তিনি।
বিভিন্ন সূত্রের খবর, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বর্তমানে হলদি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। ইতিমধ্যেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিক্স সেন্সেস ফোর্টে উপস্থিত হয়েছেন কবীর খান, নেহা ধুপিয়া, মিনি মাথুর, অঙ্গদ বেদীর মতো তারকারা। প্রায় দুই বছর ধরে ডেট করার পর গাঁটছড়া বাঁধছেন ভিকি-ক্যাট। জানা যাচ্ছে, মেহেন্দি পাউডার ছাড়াও বাড়ওয়ারা ফোর্টে তারকা দম্পতির বিয়ের জন্য ৪০০ মেহেন্দির কোন পাঠানো হয়েছে। মেহেন্দি সরবরাহ সংস্থা ন্যাচারাল হার্বাল-এর মালিক নীতেশ আগরওয়াল সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "বিয়ের জন্য অর্গানিক মেহেন্দি তৈরি করতে প্রায় ২০ দিন সময় লেগেছে আমাদের।"