Vicky Katrina Update: জুহুর নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজোয় ভিকি-ক্যাটরিনা, ভিডিও ভাইরাল
সূত্রের খবর, আগামীকাল গ্র্যান্ড রিসেপশন পার্টি রয়েছে। আর তার আগেই জুহুর নতুন বাড়িতে পুজোয় যেতে দেখা গেল দুই তারকা ও তাঁদের পরিবারের সদস্যদের।
মুম্বই: গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় বিয়ের আয়োজন হয়েছিল দুই বলিউড তারকার। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। শোনা গিয়েছিল বিয়ের পর তাঁরা জুহুর নতুন অ্যাপার্টমেন্টে থাকবেন। কিন্তু মলদ্বীপ থেকে মধুচন্দ্রিমা সেরে তাঁরা অন্য বাড়িতে যান। সূত্রের খবর, আগামীকাল গ্র্যান্ড রিসেপশন পার্টি রয়েছে। আর তার আগেই জুহুর নতুন বাড়িতে পুজোয় যেতে দেখা গেল দুই তারকা ও তাঁদের পরিবারের সদস্যদের।
সম্প্রতি নেট মাধ্যমে বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। জুহুর যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, গতকাল রাত ও আজ সকালে তার বাইরে থেকে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে কিছু ছবি ও ভিডিও। যেখানে দেখা গিয়েছে, গতকাল রাতে এবং আজ সকালে ভিকি-ক্যাটরিনা গাড়িতে করে ঢুকছেন। এছাড়াও তাঁদের পরিবারের সদস্যদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে ভিকি কৌশলের বাবা-মা শ্যাম কৌশল ও বীণা কৌশল গাড়িতে করে পুজোর শেষে জুহুর অ্যাপার্টমেন্ট থেকে বেরোচ্ছেন।
আরও পড়ুন - Vicky-Katrina Wedding: ক্যাটরিনার হাতের মেহেন্দিতে লেখা ভিকির নাম, আপনি খুঁজে পেলেন?
সূত্রের খবর, জুহুর সমুদ্রতীরবর্তী যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, তা নবমতলায়। ৪ বেডরুমের ফ্ল্যাটটি পাঁচ হাজার স্কোয়্যার ফুটের। এছাড়াও রয়েছে একটি লিভিং রুম ও ডাইনিং রুম। রয়েছে পুজোর জন্য় বিশেষ ঘরও। জানা গিয়েছে, এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার জন্য ইতিমধ্যেই ১.৭৫ কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিয়েছেন ভিকি-ক্যাটরিনা। ৩৬ মাসের এগ্রিমেন্টে প্রতিমাসে ৮ লক্ষ টাকা করে ভাড়া হিসেবে দিতে হবে তাঁদের।
আরও পড়ুন - Tiger 3 Shooting: সলমনের সঙ্গে দিল্লি যাবেন ক্যাটরিনা, ভিকিও কি যাবেন সঙ্গে?