Tiger 3 Shooting: সলমনের সঙ্গে দিল্লি যাবেন ক্যাটরিনা, ভিকিও কি যাবেন সঙ্গে?
রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া, মুম্বইয়ে শ্যুটিং করার পর 'টাইগার থ্রি'-র বেশ কিছু অংশের শ্যুটিং এখনও বাকি রয়েছে। শোনা যাচ্ছে, তার জন্যই খুব শীঘ্রই সলমন খানের সঙ্গে দিল্লি উড়ে যাবেন ক্যাটরিনা কাইফ।
মুম্বই: বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে সেরেছেন তাঁরা। ঘুরে এসেছেন মধুচন্দ্রিমা থেকেও। এবার কাজে ফেরার পালা। ভিকি কৌশল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। যদিও নববধূ ক্যাটরিনা কাইফকে এখনও কাজে যোগ দিতে দেখা যায়নি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আগামী ছবি 'টাইগার থ্রি'-এর (Tiger 3) শ্যুটিং শুরু করবেন অভিনেত্রী। আর তার জন্যই খুব শীঘ্রই বলিউড ভাইজানের সঙ্গে শ্যুটিংয়ে যোগ দেবেন।
রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া, মুম্বইয়ে শ্যুটিং করার পর 'টাইগার থ্রি'-র বেশ কিছু অংশের শ্যুটিং এখনও বাকি রয়েছে। শোনা যাচ্ছে, নয়াদিল্লিতে ছবির বাকি অংশের শ্যুটিং হবে। আর তার জন্যই খুব শীঘ্রই সলমন খানের (Salman Khan) সঙ্গে দিল্লি উড়ে যাবেন ক্যাটরিনা কাইফ। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, 'ক্যাটরিনা কাইফ এবং সলমন খানের এই ছবিতে মোটামুটি দিন পনেরোর শ্যুটিং এখনও বাকি রয়েছে। নয়াদিল্লিতে এই বাকি অংশের শ্যুটিং হবে। কড়া নিরাপত্তার মধ্যেই দুই তারকার শ্যুটিং হবে দিল্লিতে। আগামি বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে ছবির বাকি অংশের শ্যুটিংয়ের জন্য দিল্লি যাবেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ।'
আরও পড়ুন - Alia Bhatt-Ranbir Kapoor: কার জন্য বার-বার বিয়ে পিছিয়ে যাচ্ছে রণবীর-আলিয়ার?
'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-এর পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'টাইগার থ্রি' আসতে চলেছে। সলমন খানের অনুরাগীরাও এই ছবিকে ঘিরে খুবই উত্তেজিত। নির্মাতারা এখন থেকেই ছবি সাফল্য টের পাচ্ছেন। শোনা যাচ্ছে, কোনও একটি বিশেষ চরিত্রে এই ছবিতে দেখা যেতে পারে ইমরান হাসমিকেও। কিন্তু অভিনেতার পক্ষ থেকে কিংবা প্রযোজকের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা এখনও করা হয়নি। অন্যদিকে, ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর সলমন খানের সঙ্গে জুটিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। দুই তারকার সম্পর্কের রসায়ন নতুন করে দেখতে অত্যন্ত আগ্রহী অনুরাগীরা। নতুন ছবির শ্যুটিংয়ের জন্য সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ দিল্লি পাড়ি দিলে সেখানে কি দেখা যাবে ভিকি কৌশলকেও? প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা।