(Source: Poll of Polls)
URI screening in Manipur: ২৩ বছর পর উঠল নিষেধাজ্ঞা! মণিপুরে প্রদর্শিত হল ভিকি কৌশলের ছবি 'উরি'
Manipur: মণিপুরে ফের ফিরল হিন্দি ছবি দেখার চল। প্রায় ২৩ বছর ধরে চলতে থাকা নিষেধাজ্ঞা পেরিয়ে অবশেষে প্রথম হিন্দি ছবি হিসেবে দেখানো হল 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'।
নয়াদিল্লি: দীর্ঘ ২৩ বছর পর সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে (Manipur) ফিরল হিন্দি সিনেমা (Hindi Movies)। মঙ্গলবার বহু প্রতীক্ষিত রুপোলি পর্দার (silver screen) উন্মোচন হল আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত, ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'উরি'র (URI: The Squrgical Strike) হাত ধরে। এই ছবি প্রদর্শিত হল চূড়াচাঁদপুর এলাকার এক অস্থায়ী খোলা থিয়েটারে।
মঙ্গলবার মণিপুরে প্রদর্শিত হল ভিকি কৌশলের 'উরি'
মণিপুরে ফের ফিরল হিন্দি ছবি দেখার চল। প্রায় ২৩ বছর ধরে চলতে থাকা নিষেধাজ্ঞা পেরিয়ে অবশেষে প্রথম হিন্দি ছবি হিসেবে দেখানো হল 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'। মণিপুরের চূড়চাঁদপুর নামক গ্রামে অস্থায়ী 'ওপেন এয়ার' থিয়েটারের ব্যবস্থা করে এই ছবি দেখানো হয়।
'হমার স্টুডেন্টস ইউনিয়ন' নামক সংগঠন বহুদিন ধরেই মণিপুরে দুই দশক ধরে চলতে থাকা হিন্দি ছবির ওপর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছিল। অবশেষে তাঁরা আরও এক ধাপ এগিয়ে হিন্দি ছবি প্রদর্শনের উদ্যোগ নেয় গতকাল। প্রসঙ্গত, এই নিষেধাজ্ঞা ২০০০ সালে 'রেভোলিউশনারি পিপলস ফ্রন্ট', 'পিপলস লিবারেশন আর্মি'র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শাখা যা একটি মেইতি প্রভাবিত গোষ্ঠী।
যদিও এরপর আদিবাসী উপজাতি নেতাদের ফোরাম, যেটি মূলত কুকি উপজাতিদের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করে, সিনেমা প্রদর্শনের পক্ষে তাদের অবস্থান তুলে ধরে। উল্লেখ্য সিনেমাটি শুরু হওয়ার ঠিক আগে, খোলা থিয়েটারের মধ্য দিয়ে দেশের জাতীয় সঙ্গীত বেজে ওঠে।
প্রসঙ্গত, মণিপুরে সর্বসমক্ষে শেষ হিন্দি ছবি দেখানো হয়েছিল 'কুছ কুছ হোতা হ্যায়', ১৯৯৮ সালে। কর্ণ জোহর পরিচালিত শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, কাজল অভিনীত ছবি ছিল এটি। ২০০০ সালে যখন নিষেধাজ্ঞা লাগু হয়, তখন আন্দোলনকারীরা হাজার হাজার হিন্দি ভিডিও ও অডিও ক্যাসেট, সিডি জ্বালিয়ে দেন বলে শোনা যায়। বলা হয়েছিল, হিন্দি ছবি তাঁদের রাজ্যের নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি আঘাত হানতে পারে। তবে সেই নিষেধাজ্ঞা সরিয়ে অবশেষে ২৩ বছর পর স্বাধীনতা দিবসে হিন্দি ছবি 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' প্রদর্শিত হল।
আরও পড়ুন: Welcome 3 Release: অক্ষয় কুমার নিয়ে ফিরছেন 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল', ঘোষণা হল মুক্তির তারিখ
উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তি পায় 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' নামক মিলিটারি অ্যাকশন ঘরানার এই ছবি। ২০১৬ সালের 'উরি অ্যাটাক'-এর বাস্তব ঘটনা অবলম্বনে এই ছবি তৈরি হয়। ভিকি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ইয়ামি গৌতম, মোহিত রায়না, কীর্তি কুলহারি, পরেশ রাওয়াল প্রমুখ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন