Welcome 3 Release: অক্ষয় কুমার নিয়ে ফিরছেন 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল', ঘোষণা হল মুক্তির তারিখ
Akshay Kumar: শোনা যাচ্ছে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবিতে একগুচ্ছ তারকা যোগ দেবেন। নানা পাটেকর ও অনিল কপূর, যাঁরা জনপ্রিয় দুই চরিত্র উদয় ও মজনুতে প্রাণ ঢেলেছিলেন, তাঁদের চরিত্র নাকি ফিরছে না এবার।
নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির ('Welcome' Franchise) তৃতীয় ছবির কথা। শোনা গিয়েছিল অবশেষে আসছে 'ওয়েলকাম ৩' (Welcome 3)। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ফিরোজ নাদিয়াদওয়ালা (Firoz Nadiadwala) প্রজেক্টের মুক্তির দিনক্ষণ।
আসছে 'ওয়েলকাম ৩', হল আনুষ্ঠানিক ঘোষণা
শোনা গিয়েছিল, 'ওয়েলকাম ৩' নিয়ে ফের পর্দায় ফিরবেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এছাড়া নতুন ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো নাম যুক্ত হবে বলেও শোনা গিয়েছিল। এবার ছবির নাম ও মুক্তির নাম ঘোষণা হল আনুষ্ঠানিকভাবে।
'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি। ছুটির সময়ে দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিলেন নির্মাতারা। উল্লেখ্য এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'ওয়েলকাম' মুক্তি পেয়েছিল ২০০৭ সালের বড়দিনেই।
ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি। এক অনন্য ধরনের অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবি তৈরিই উদ্দেশ্য, যা আগের দুই পর্বের থেকে আরও এক ধাপ এগিয়ে তৈরি হবে।' দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারকে দেখা যায়নি, তবে এই তৃতীয় ছবিতে ফিরছেন 'খিলাড়ি'।
View this post on Instagram
প্রসঙ্গত, শোনা যাচ্ছে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবিতে একগুচ্ছ তারকা যোগ দেবেন। নানা পাটেকর ও অনিল কপূর, যাঁরা জনপ্রিয় দুই চরিত্র উদয় ও মজনুতে প্রাণ ঢেলেছিলেন, তাঁদের চরিত্র নাকি ফিরছে না এবার। তার বদলে 'মুন্নাভাই' জুটি সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারসি আসছেন বলে শোনা যাচ্ছে। এছাড়া কাস্টে যোগ দেবেন দিশা পাটনি ও জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়াও শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের ঘনিষ্ঠ বন্ধু, তারকা অভিনেতা ও 'ওয়েলকাম ৩' ছবির প্রযোজক সুনীল শেট্টি নাকি নিয়ে আসবেন এক নতুন চরিত্রকে।
সূত্রের আরও খবর, শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। শ্যুটিং লোকেশনও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকশন দৃশ্য নিয়ে কাজকর্ম এবং চরিত্রদের লুক নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ছবির ঘোষণার জন্য একটি বিশেষ ফটোশ্যুটও করা হয়েছে এবং শীঘ্রই সেই ছবি আসবে প্রকাশ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন