এক্সপ্লোর
বিরাট-অনুষ্কার দ্বিতীয় বিবাহবার্ষিকী: ট্যুইটে একে অপরকে রোম্যান্টিক শুভেচ্ছা
'ভালবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়, তার থেকে অনেক বেশি। অনেকটা পরম সত্যির দিকে পথনির্দেশের মতো।', লিখলেন অনুষ্কা
![বিরাট-অনুষ্কার দ্বিতীয় বিবাহবার্ষিকী: ট্যুইটে একে অপরকে রোম্যান্টিক শুভেচ্ছা virat-kohli-and-anushka-sharma-share-pictures-on-second-wedding-anniversary বিরাট-অনুষ্কার দ্বিতীয় বিবাহবার্ষিকী: ট্যুইটে একে অপরকে রোম্যান্টিক শুভেচ্ছা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/12/11165744/virushka.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই :ঠিক দুবছর আগে বিরাট কোহলির সঙ্গে চারহাত এক হয়েছিল অনুষ্কা শর্মার। আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানাতে কলম ধরলেন ট্যুইটারে। দুজনেই পোস্ট করলেন সাদা-কালো ছবি। নস্টালজিয়ায় ডুব দিতেই বোধ হয়ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বেছে নিলেন তাঁরা।
১০১৭র ১১ ডিসেম্বরই ইতালিতে ডেস্টিনেশন ম্যারেজ সেরেছিলেন এই সেলেব দম্পতি।
বিশেষ এই দিনে অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় ভিক্টর হুগোকে উদ্ধৃত করে লিখেছেন, অন্যকে ভালবাসার অনুভূতি ঈশ্বরের মুখ দেখার মতো। তিনি আরও লেখেন, ভালবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়, তার থেকে অনেক বেশি। অনেকটা পরমসত্যির দিকে পথনির্দেশের মতো।
বিরাটও পিছিয়ে নেই। তিনিও দুজনের একটি রোম্যান্টিক ছবি শেয়ার করে অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখছেন, বাস্তবে শুধু প্রেমই আছে, আর কিছু নেই। আর যখন আপনার জীবনে ঈশ্বর এমন কাউকে পাঠান, যার জন্য প্রতিটি দিন আপনার মনে শুধু ধন্যবাদের অনুভূতি আসে।
বিরাট ও অনুষ্কা দুজনেই কাজের জগতে অসম্ভব ব্যস্ত। তার মাঝেই সময় দেন দুজনে। একান্ত সময় কাটানোর ছবি শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)