এক্সপ্লোর
দেখুন: মু্ক্তি পেল ‘সুপার ৩০’ সিনেমার ট্রেলার, নজর কাড়লেন অঙ্কের শিক্ষকের ভূমিকায় হৃত্বিক রোশন
‘সুপার ৩০’-র ট্রেলার অবশেষে প্রকাশ করলেন সিনেমার নির্মাতারা। এই ট্রেলারটি নিঃসন্দেহে সিনেপ্রেমীদের নজর কাড়বে।

মুম্বই: ‘সুপার ৩০’-র ট্রেলার অবশেষে প্রকাশ করলেন সিনেমার নির্মাতারা। এই ট্রেলারটি নিঃসন্দেহে সিনেপ্রেমীদের নজর কাড়বে। চলতি বছরের অন্যতম প্রতিক্ষিত সিনেমা হিসেবে গন্য করা হচ্ছে এই সিনেমাকে। এর মাধ্যমেই ‘কাবিল’-এর মুক্তির প্রায় দুই বছর পর রূপোলি পর্দায় কামব্যাক ঘটবে হৃত্বিক রোশনের। বিহারের অঙ্কের শিক্ষক আনন্দ কুমারের জীবন অবলম্বনে এই ছবি তৈরি হয়েছে। দুঃস্থ পরিবারের ৩০ মেধাবি ছাত্রকে নিয়ে আইআইটি-র প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য সুপার ৩০ শিক্ষাক্রম চালু করেন তিনি। সাফল্যের হারের জন্য এই শিক্ষাসূচী এক সময় বিপুল সাড়া ফেলে দেয়। সিনেমার ট্রেলার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করে হৃত্বিক লিখেছেন, সব সুপারহিরোরা টুপি পরেন না। সুপার ৩০-র ট্রেলার শিক্ষক হিসেবে অঙ্কের জাদুগর (হৃত্বিক রোশন)-এর যাত্রার একটা ঝলক তুলে ধরা হয়েছে। এই যাত্রা পথে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন তিনি। হৃত্বিক ছাড়াও সিনেমায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, ম্রুণাল ঠাকুর, নন্দিশ সাঁধু, অমিত সাধ, বীরেন্দ্র সাক্সেনা ও জনি লিভারের মতো তারকাদের।
Not all Superheroes wear capes. It’s the ideas that make a nation. It's the people who empower it. Presenting one such story from the heartland of India #Super30Trailerhttps://t.co/d7XZPJNvMV
— Hrithik Roshan (@iHrithik) June 4, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স




















