Raghav-Parineeti: 'আমরা অত্যন্ত কৃতজ্ঞ', অনুরাগীদের জন্য ধন্যবাদ বার্তা দিলেন নবদম্পতি রাঘব-পরিণীতি
Thank You Note: চার হাত এক হয়েছে 'রাগণীতি'র। খুশির জোয়ারে ভাসছেন তাঁরা। এরই মাঝে সময় বের করে অনুরাগীদের ধন্যবাদ জানালেন তারকা দম্পতি। প্রত্যেকের শুভেচ্ছাবার্তার জন্য কৃতজ্ঞতা জানালেন রাঘব ও পরিণীতি।
নয়াদিল্লি: ২৪ সেপ্টেম্বর, উদয়পুরে অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha) বিয়ে সেরেছেন। বিয়ের আগে থেকে তো বটেই, বিয়ের পরও সোশ্যাল মিডিয়াজুড়ে তাঁদের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল (Viral on Social Media)। ইন্ডাস্ট্রির বহু তারকা তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন। এবার নব দম্পতি নিজেদের ব্যস্ত শিডিউল থেকে বের করলেন সময়, ধন্যবাদ জানালেন অনুরাগীদের।
অনুরাগীদের জন্য 'ধন্যবাদ বার্তা' রাঘব-পরিণীতির
চার হাত এক হয়েছে 'রাগণীতি'র (Ragneeti)। খুশির জোয়ারে ভাসছেন তাঁরা। এরই মাঝে সময় বের করে অনুরাগীদের ধন্যবাদ জানালেন তারকা দম্পতি। প্রত্যেকের শুভেচ্ছাবার্তার জন্য কৃতজ্ঞতা জানালেন রাঘব ও পরিণীতি।
বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি করে নোট পোস্ট করেন রাঘব ও পরিণীতি, দুজনেই। অভিনেত্রীর পোস্টে লেখা, 'রাঘব ও আমি, আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যদিও আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকটি শুভেচ্ছাবার্তার উত্তর দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি (জীবন একটি ঘূর্ণিঝড় হয়ে উঠেছে, নিশ্চয়ই কল্পনা করতে পারছেন), দয়া করে জেনে রাখুন যে আমরা আমাদের হৃদয়ের আনন্দের সঙ্গে প্রত্যেকটি বার্তা পড়ছি।' একইসঙ্গে নোটে আরও লেখা হয়, 'আমরা একসঙ্গে এই সুন্দর যাত্রা শুরু করার সময়, আপনারা সবাই আমাদের পাশে আছেন জেনে আমরা আপ্লুত। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ সত্যিই মূল্যহীন, এবং আমরা এর চেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারতাম না।'
View this post on Instagram
উদয়পুরে রাজকীয় বিবাহ আসরের একাধিক ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মণিশ মলহোত্র, সানিয়া মির্জা, হরভজন সিংহ, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিংহ মান প্রমুখ উপস্থিত ছিলেন বিয়েতে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডের সহকর্মীদের জন্য মুম্বইয়ে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করবেন পরিণীতি।
আরও পড়ুন: Jeet: সুখবর দিলেন জিৎ! দ্বিতীয় বার বাবা হতে চলেছেন অভিনেতা, শেয়ার করলেন ফটোশ্যুটের ছবি
বিয়ের আসরে পরিণীতি চোপড়া পরেছিলেন মণীশ মলহোত্রর (Manish Malhotra) ডিজাইন করা হাতের কাজের সোনালী টোন-অন-টোন জ্যামিতির আকৃতি করা লেহঙ্গা। এই পোশাক তৈরি করতে আড়াই হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে জানা গেছে। মণীশ মলহোত্রর গয়নার কালেকশন থেকেই তিনি এমারেল্ড ও আনকাট জুয়েলারি পরেছিলেন। অন্যদিকে রাঘব চাড্ডা পরেছিলেন সাদা শেরওয়ানি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial