Shah Rukh Khan: মান্নাত কেনার পর ঘর সাজানোর টাকা ছিল না! গৌরীর প্রথম বইপ্রকাশ অনুষ্ঠানে অকপট কিং খান
Gauri Khan Book Launch: একদিক থেকে দেখতে গেলে 'মান্নাত'ই গৌরী খানের প্রথম প্রোজেক্ট।
কলকাতা: সোমবার মুম্বইয়ের স্ত্রী গৌরী খানের (Gauri Khan) প্রথম বই লঞ্চ (book launch) করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ডিজাইনার গৌরী খানের এই কফি টেবিল বইয়ের (coffee table book) নাম 'মাই লাইফ ইন ডিজাইন' (My Life In Design)। মূলত ইন্টিরিয়র ডিজাইন নিয়েই এই বই লেখা। এই বইপ্রকাশ অনুষ্ঠানে এদিন গৌরীর ইন্টিরিয়র ডিজাইনার হয়ে ওঠার গল্প অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন কিং খান।
তিনি জানান, 'মান্নাত' কেনার পর সেটাকে সাজানোর মত টাকা ছিল না তাঁদের কাছে। এমনকি এই বাড়ি কেনার আগে তাঁরা এক পরিচালক বন্ধুর বাড়িতে থাকতেন যা তাজ ল্যান্ডস এন্ডের পাশে ছিল। এই প্রসঙ্গেই বলিউড বাদশা জানান, সেইসময় মান্নাত সাজানোর জন্য আমাদের কাছে টাকা ছিল না। আমরা একজন ডিজাইনারকে ডেকেছিলাম, তিনি আমাদের বলেছিলেন যে তিনি কীভাবে এই বাড়িটি ডিজাইন করবেন। তাতে যা খরচ লাগত তা, মাসে যে বেতন পেতাম তার থেকেও বেশি। তাই তখন ভাবনা চিন্তা করে আমি বললাম, 'গৌরী, তোমার শৈল্পিক প্রতিভা আছে। কেন তুমি বাড়ির ডিজাইনার হও না?' 'মান্নাত' শুরু হলো সেভাবেই। বছরের পর বছর ধরে আমরা যে অর্থ উপার্জন করেছি... আমরা ছোট ছোট জিনিস কিনতে থাকলাম। একবার আমাদের কাছে অল্প টাকা ছিল, আমরা চামড়ার পশমের সোফা কিনতাম, এবং আমরা যে সমস্ত ছোট ছোট ঘর সাজানোর জিনিস কিনতাম। আর এভাবেই সেজে উঠেছিল মান্নাত। "
আরও পড়ুন...
গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা
এপ্রসঙ্গে গৌরী জানান, 'যখন আমি এই পেশাটি বেছে নিয়েছিলাম, তখন বেশ উত্তেজনা নিয়ে কাজ করতাম। একজন ক্লায়েন্টের মুখে হাসি দেখে আমাকে অনেক আনন্দ দিত। আমি আমার সমস্ত চিন্তাভাবনা এবং নকশাগুলিকে একটি বইয়ে লিখতে চেয়েছিলাম'
কিং খান বলেন, 'জীবনে সৃজনশীলতাকে সময় দিতে যাঁরা পারেন না তাঁদের প্রত্যেকের জন্য এই বই। যে কোনও বয়সেই আপনি শুরু করতে পারেন। ৪০ বছর বয়সে গৌরী এই কাজ শুরু করেছে। একটা ছোট্ট ১০ ফুট বাই ২০ ফুটের দোকান শুরু করে ও। পুরোটাই নিজে নিজে করেছে এবং এখনও তাই করছে।'
কিং খানের কথায় তাঁদের পরিবারে সবচেয়ে ব্যস্ত নাকি গৌরীই। কারণ বাদশাহ-পত্নীর কথায় তিনি কাজের মধ্যে দিয়ে শান্তি পান। প্রসঙ্গত, এই বইয়ের ভূমিকা লিখেছেন শাহরুখ খান নিজেই।