মহাসপ্তমীতে ময়দানে কী করছেন মধুমিতা সরকার? দেখুন ভিডিও
টলিউডের জনপ্রিয় নায়ক নায়িকারা কেউ তাঁর নতুন ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন, কেউ আবার উৎসবের আমেজে মেতে চলেছেন।
কলকাতা: আসছি আসছি করে এসে গিয়েছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021)। সাধারণ মানুষের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন তারকারাও। টলিউড থেকে বলিউড, যেখানে যত বাঙালি তারকা রয়েছেন, প্রত্যেকেই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকারাও যেন হাতের কাছের তারা। তাই তাঁরা কীভাবে দুর্গাপুজো উপভোগ করছেন, সেই ছবি এবং ভিডিও নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে। টলিউডের জনপ্রিয় নায়ক নায়িকারা কেউ তাঁর নতুন ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন, কেউ আবার উৎসবের আমেজে মেতে চলেছেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারও (Madhumita Sarcar) দুর্গাপুজোর আনন্দ উপভোগ করছেন। সেই ছবি এবং ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সপ্তমীর দিন ময়দানে কী করছেন অভিনেত্রী?
আরও পড়ুন - তাঁর সঙ্গে উঠেছে সম্পর্কের গুঞ্জন, সামান্থার সঙ্গে 'পরকীয়া' সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর স্টাইলিস্ট
ছোট পর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। কখনও তিনি যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বেঁধে 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকের পাখি। কখনও আবার 'কুসুম দোলা'-র ইমন হয়ে দর্শকদের বাড়ির মেয়ে হয়ে উঠেছেন। যদিও এখন মধুমিতা সরকারকে টেলিভিশনের পর্দার তুলনায় বড় পর্দায় বেশি দেখা যাচ্ছে। ছোট পর্দা থেকে উঠে এসে বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন মধুমিতা সরকার। ইতিমধ্যেই তাঁকে আমরা 'লভ আজ কাল পরশু', 'চিনি' এবং 'ট্যাংরা ব্লুজ' ছবিতে দেখে ফেলেছি। মহালয়ার দিনে মহিষাসুরমর্দিনীতে তাঁকে বিভিন্ন রূপে দেখা গিয়েছে। কোভিড পরিস্থিতি চললেও চলতি বছরের দুর্গাপুজো চুটিয়ে উপভোগ করছেন মধুমিতা সরকার। সেই সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি। পঞ্চমী এবং ষষ্ঠীতে নিজের মতো করে অনুরাগীদের শুভচ্ছাও জানিয়েছেন। সপ্তমীর সকালে তাঁকে দেখা গেল ময়দানে। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন, ময়দানে তিনি কী করছেন সপ্তমীর সকালে?
আরও পড়ুন - Mumbai Drug Case: বারবার ছেলের জামিনের আবেদন খারিজ, কীভাবে দিন কাটছে শাহরুখ-গৌরীর?
দুর্গাপুজোর মহাসপ্তমীতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ময়দানের নির্মল বাতাসে রোদ ঝলমলে শরতের সকালে একেবারেই 'পাখি'র মতো উড়ে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে সেই ভিডিওতে। 'পাখি'-র মতো উড়ে উড়েই অনুরাগীদের শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন মধুমিতা সরকার। প্রিয় অভিনেত্রীর কাছ থেকে এমনভাবে শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত অনুরাগীরাও। তাঁরাও তাঁকে পাল্টা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।