Mumbai Drug Case: বারবার ছেলের জামিনের আবেদন খারিজ, কীভাবে দিন কাটছে শাহরুখ-গৌরীর?
কর্ডেলিয়া প্রমোদতরীতে রেভ পার্টি চলাকালীন সেখান থেকেই মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা যায়, আরিয়ান খানের লেন্সের বাক্সের ভিতর থেকে মাদক পাওয়া গিয়েছে।
মুম্বই : মাদক মামলায় (Drug Case) গ্রেফতার হয়েছেন আরিয়ান খান (Aryan Khna)। ইতিমধ্যেই যত বার তাঁর জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী, প্রতিবারই সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলে জেলের গরাদের মধ্যেই দিন কাটছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। এই পরিস্থিতিতে কীভাবে দিন কাটছে শাহরুখ খান এবং গৌরীর?
আরও পড়ুন - সামান্থার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর নিজের জন্য কী করলেন নাগা চৈতন্য?
কর্ডেলিয়া প্রমোদতরীতে রেভ পার্টি চলাকালীন সেখান থেকেই মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা যায়, আরিয়ান খানের লেন্সের বাক্সের ভিতর থেকে মাদক পাওয়া গিয়েছে। যদিও শাহরুখ পুত্রের মাদক মামলায় গ্রেফতারির পর উঠে এসেছে একাধিক বিতর্কিত প্রশ্ন। কেউ কেউ এর মধ্যে রাজনৈতিক যোগও পাচ্ছেন। আবার আরিয়ান খানকে আটকের সময় বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও দেখা গিয়েছে। যাঁদেরকে নিজেদের অফিসার বলে স্বীকার করেনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ফলে সব মিলিয়ে আরিয়ান খানের মাদক মামলায় গ্রেফতার হওয়াকে ঘিরে একটা রহস্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে আরিয়ানকে সমর্থন করতে দেখা গিয়েছে একাধিক বলিউড তারকাদের। সলমন খান থেকে ফারাহ খান, অনেকেই কিং খানের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। আবার রানী মুখোপাধ্যায়ের মতো তারকারা ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অনেক বলি তারকাকেই দেখা গিয়েছে আরিয়ান খানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে।
আরও পড়ুন - ঘরে এলো 'প্রথম সন্তান', মিষ্টি ছবি পোস্ট করলেন কাজল আগরওয়াল ও তাঁর স্বামী
ছেলের গ্রেফতারির পরই সমস্ত শ্যুটিং বাতিল করে দেন শাহরুখ খান। একটি সূত্র থেকে জানা যাচ্ছে, আরিয়ানকে গ্রেফতার করার পরই দেশের সেরা আইনজীবীকে মামলায় নিয়োগ করেছেন শাহরুখ খান। আইনজীবী সতীশ মানশিন্ডেও কিং খানকে প্রতিশ্রুতি দেন যে, আরিয়ান খুব তাড়াতাড়িই মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আদালতের পক্ষ থেকে বারবারই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। ফলে জেলের গরাদের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাঁকে। অন্যদিকে, এমন পরিস্থিতিতে নাওয়া খাওয়া ভুলেছেন শাহরুখ এবং গৌরী। বাদশার ঘনিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে যে, অনেকেই তাঁদের ফোন করে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বলেছেন। খাওয়া ঘুম সমস্ত কিছুই পরিত্যাগ করেছেন তাঁরা। আরিয়ানের চিন্তায় খারাপ হতে পারে তাঁদের শরীর। এমনটাই আশঙ্কা করছেন অনেকে।
আগামী ১৩ অক্টোবর ফের আরিয়ান খানের জামিনের শুনানির দিন ধার্য হয়েছে।