বলিউডে শুরুতে সেভাবে সাফল্য না পেলেও, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন প্রিয়ঙ্কা
3/9
এই ইচ্ছাপূরণ করতে গিয়ে প্রিয়ঙ্কার হাত থেকে অন্তত তিন-চারটি ছবি বেরিয়ে যায়। তাতে অবশ্য দমে যাননি এই অভিনেত্রী
4/9
হলিউডের বিখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টসের মতো ঠোঁট করাতে চাইছিলেন প্রিয়ঙ্কা
5/9
এর আগে অবশ্য ববি দেওলের বিপরীতে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল প্রিয়ঙ্কার। কিন্তু মহরতের পরেই তিনি নাকের অস্ত্রোপচার করান। এর জেরে শেষপর্যন্ত ছবিটির শ্যুটিং বাতিল করে দিতে বাধ্য হন পরিচালক মহেশ মঞ্জরেকর ও প্রযোজক বিজয় গিলানি
6/9
সানি দেওলের বিপরীতে ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় প্রিয়ঙ্কার
7/9
কয়েকদিন পর প্রকাশিত হতে চলা একটি বইয়ে প্রিয়ঙ্কার জীবনের নানা অজানা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে
8/9
তবে এই জায়গায় পৌঁছনোর জন্য প্রিয়ঙ্কাকে কম পরিশ্রম করতে হয়নি। অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছে তাঁর কেরিয়ার
9/9
অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এখন বলিউডের পাশাপাশি হলিউডেও পরিচিত মুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের ছোটপর্দাতেও তিনি জনপ্রিয় অভিনেত্রী