এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
শিল্পী, ক্রিকেটাররা বোমা ছোঁড়েন না! বললেন পরেশ রাওয়াল, কাজ করতে চান পাকিস্তানি সিনেমা, সিরিয়ালে
![শিল্পী, ক্রিকেটাররা বোমা ছোঁড়েন না! বললেন পরেশ রাওয়াল, কাজ করতে চান পাকিস্তানি সিনেমা, সিরিয়ালে Would Love To Work In Pakistani Films Shows Paresh Rawal শিল্পী, ক্রিকেটাররা বোমা ছোঁড়েন না! বললেন পরেশ রাওয়াল, কাজ করতে চান পাকিস্তানি সিনেমা, সিরিয়ালে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/16121700/paresh-rawal.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সম্প্রতি লেখিকা অরুন্ধতী রায়কে, কাশ্মীরে পাথরবাজদের মোকাবিলায় স্থানীয় যুবককে যেভাবে মানবঢাল করা হয়েছিল, সেভাবেই জিপের সঙ্গে বাঁধার কথা বলে বিতর্কে জড়ানো পরেশ রাওয়াল পাকিস্তানের সিনেমা, সিরিয়ালে কাজ করতে চান।
তিনি বলেছেন, হাম সফর-এর মতো পাকিস্তানি টিভি সিরিয়াল দেখতে ভালবাসি। ওদের অভিনয়, কাহিনি, লেখা, ভাষা--সবই ভাল। আমার তো এখানকার সিরিয়ালগুলি বরং একঘেয়ে লাগে।
কিছুদিন আগে করন জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের কাজ করা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। কেন উরিতে পাকিস্তানি জঙ্গি হামলার পর সে দেশের শিল্পীরা এ দেশে কাজ করবেন, সেই প্রশ্ন তুলে তাঁদের নিষিদ্ধ করার দাবি ওঠে।
কিন্তু ৬৭ বছর বয়সি নামী অভিনেতার এতে সায় নেই। তিনি বলেছেন, আমার বিশ্বাস, ক্রিকেটার, শিল্পীরা এখানে এসে বোমা ছোঁড়েন না। তাঁরা সন্ত্রাসবাদী নন, বরং দুটি দেশের মধ্যে সেতু। তবে পরিস্থতি অনুকূল না থাকলে ইস্যু তোলার কী দরকার? নিজের দেশ নিয়ে ভাবাই ভাল।
পাকিস্তানি কুশীলবদের নিষিদ্ধ করার পক্ষপাতী নন, পরিষ্কার জানিয়ে তিনি বলেন, কারও ওপর, কোনও কিছুর ওপরই নিষেধাজ্ঞা চাপানো উচিত নয়। হিন্দি মিডিয়াম ছবিতেও এক পাকিস্তানি অভিনেত্রী কাজ করেছেন, কিন্তু তা নিয়ে শোরগোল হয়নি, কারণ দেশের মুড এখন ভাল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)