Yash Birthday: নুসরতের আদুরে পোস্ট, কেক, শুভেচ্ছাবার্তায় যশের জন্মদিন জমজমাট
Yash Birthday: আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নুসরত। পাহাড়ের কোলে নরম মেখে হাসির মাখামাখি নায়িকা। আর তাঁর কাছাকাছি এসে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন যশ।
কলকাতা: আজ তাঁর জন্মদিন। সকালেই আদুরে পোস্টে শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। আর বেলা গড়াতেই বিশাল চকোলেট কেক, মোমবাতিতে জমজমাট যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-র জন্মদিন।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নুসরত। পাহাড়ের কোলে নরম মেখে হাসির মাখামাখি নায়িকা। আর তাঁর কাছাকাছি এসে তাঁর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যশ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে নুসরত লিখেছেন, 'শুভ জন্মদিন hon যশ দাশগুপ্ত। তোমার জীবন খুশিতে ভরে উঠুক। ভালোবাসা শুভকামনা।'
View this post on Instagram
এরপর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন যশ। সেখানে দেখা যাচ্ছে, সিংহের ছবি দেওয়া ২ তলা চকোলেট কেক কাটছেন তিনি। 'আরও একটা বছর চলে গেল। আরও অনেকগুলো বছর আসবে। সবাইকে শুভকামনার জন্য ধন্যবাদ।'
View this post on Instagram
আরও পড়ুন: Web Series: ম্যাজিক থেকে গোয়েন্দা গল্প, সপ্তাহান্তে দেখে নিতে পারেন এই ৫ ওয়েব সিরিজ