Web Series: ম্যাজিক থেকে গোয়েন্দা গল্প, সপ্তাহান্তে দেখে নিতে পারেন এই ৫ ওয়েব সিরিজ
Web Series Update: এবিপি লাইভ বেছে দিল তেমন কিছু ওয়েব সিরিজকে যা আপনি ফাঁকা সময়ে বসে দেখে ফেলতেই পারেন।
কলকাতা: বড়পর্দায় ছবি দেখা পাশাপাশি সাধারণ মানুষের টেলিভিশনে সিনেমা দেখার অভ্যাস ছিলই। কিন্তু বর্তমানে মানুষের হাতে এসে গিয়েছে ছবি বা সিরিজ দেখার আরও বড় একটি মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্ম। ব্যস্ত জীবনযাত্রায় নিজের সময় মতো সিনেমা বা সিরিজ দেখতে পাওয়ার সুবিধাই বোধহয় ওটিটিকে এতটা জনপ্রিয় করে তুলেছে। কিছু ছবি হয়ত বড়পর্দায় দেখার মতো নয়, কিন্তু তার মান যথেষ্ট ভালো। এবিপি লাইভ বেছে দিল তেমন কিছু ওয়েব সিরিজকে যা আপনি ফাঁকা সময়ে বসে দেখে ফেলতেই পারেন।
ডিটেকটিভ বুমরাহ (Detective Boomrah)
এই গল্প এক কাল্পনিক গোয়েন্দার। ডিটেকটিভ বুমরাহ ও তার সঙ্গে একটি হোটেলের ঘরের রহস্য সমাধানে নামে। একটি হোটেলের বন্ধ এক ঘরে হঠাৎ উদয় হয় একজনের। তারপরে সে সেই ঘরের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এই রহস্য উদঘাটন করতেই আসরে নামে ডিটেকটিভ বুমরাহ। ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) দেখা যাচ্ছে এই সিরিজ।
বাবলি বাউন্সার (Babli Bouncer)
এই গল্প এক গ্রামের মেয়ের। সে তার গ্রামে বডি বিল্ডিং-এর জন্য পরিচিত। গ্রাম থেকে শুরু হয়ে তাঁর গল্প গিয়ে পৌঁছয় শহরে। তাঁর সঙ্গে কেউ অন্যায় করতে ভয় পেত। পুরুষতান্ত্রিক সমাজের বুকে এক মহিলা বাউন্সারের গল্প এই বাবলি বাউন্সার। ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) দেখা যাচ্ছে এই সিরিজ।
আরও পড়ুন: Prosenjit Weds Rituparna: নির্ধারিত দিনের আগেই ফাঁস প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের রহস্য!
পিনোচ্চিও: আ ট্রু স্টোরি (Pinocchio: A True Story)
মিথ্যে কথা বললেই নাকি নাক লম্বা হয়ে যায় কাঠের তৈরি সেই ছেলের। এহেন পিনোচ্চিও-র গল্প নিয়েই অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)-তে । এক কাঠের মিস্ত্রি তৈরি করেছিল এক কাঠের তৈরি পুতুলকে। জাদুবলে সে জীবন্ত হয়ে ওঠে। অ্যানিমেটেড এই ছবিতে রয়েছে আবেগের ওঠাপড়াও।
চিন্তা মণি (Chintaa Mani)
তিন বন্ধু হঠাৎ আবিষ্কার করে এক ম্যাজিক পাথর বা মণির। অদ্ভুত ক্ষমতা এই পাথরের। এর মাধ্যমে হয় কোনও ইচ্ছাপূরণ করা যায়, নাহলে দেখে ফেলা যায় ভবিষ্যকে। তিন বন্ধু বেছে নেয় ভবিষ্যত দেখাকেই। কিন্তু তাদের ভবিষ্যৎ তেমন কাঙ্খিত দেখায় না। ফলে তারা তা বদলাতে চায়। তখনই বাঁধে গন্ডোগোল। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে এই সিরিজ।
যোগী (Jogi)
১৯৯৪ সালের দিল্লি রায়টের ঘটনাকে পর্দায় তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। তদকালীন বর্তমান পরিস্থিতিতে যোগী ও তার বন্ধুরা কিভাবে লড়াই করে, বাস্তব থেকে অনুপ্রাণিত সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। নেটফ্লিক্সে (Netflix)-এ মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ। দর্শকদেরও পছন্দ হয়েছে।