'নিজের ওপর বিশ্বাস রাখো', নুসরতের উদ্দেশে বললেন যশ?
'নিজের ওপর বিশ্বাস রাখো'। নুসরত জাহানের মা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যশ দাশগুপ্তর পোস্টের ক্যাপশনে জল্পনা নেট দুনিয়ায়।
কলকাতা: 'নিজের ওপর বিশ্বাস রাখো'। কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটা ছবি পোস্ট করে ক্যাপশনে এমনটাই লিখলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। বেশ কয়েক মাস ধরেই শিরোনামে তিনি। সৌজন্যে, সদ্য মা হওয়া তারকা সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে তাঁর সম্পর্ক। আজ দুপুরেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। প্রথম থেকেই পাশে পেয়েছেন যশকে। আর তার কয়েক ঘণ্টা পরেই যশের এমন ক্যাপশন সমেত পোস্ট জল্পনা উস্কে দিয়েছে নেটিজেনদের মধ্যে।
View this post on Instagram
সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া নুসরতের লড়াইয়ে সর্বক্ষণের ছায়াসঙ্গী ছিলেন 'বন্ধু' যশ। প্রথম থেকে শেষ পর্যন্ত নুসরতকে আগলে রেখেছিলেন তিনিই। আজ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনেও পাশে ছিলেন যশ। কোলে একরত্তি আসার পর মা ও নবজাতককে নিয়ে বক্তব্যও রাখেন অভিনেতা। তিনি জানান, 'যাঁরা নুসরতের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিচ্ছেন, তাঁদের জানাচ্ছি, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।'
নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় হয়েছে রাজনীতি থেকে নেটদুনিয়া। তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কি যশ?' এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত ও যশ দুজনেই। আর এই সমস্ত জল্পনার মধ্যেই ছোট্ট ছেলের জন্ম দিলেন অভিনেত্রী। তারপরেই অভিনেতার এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন এতে অন্য ইঙ্গিত রয়েছে। তবে কি অভিনেতার এই 'নিজের ওপর বিশ্বাস রাখার' বার্তা সদ্য মা হওয়া নুসরতের জন্যই।
আপাতত খুশির জোয়ার নুসরত জাহানের পরিবারে। অভিনেত্রীকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ায় তাঁর একাধিক বন্ধুরাও।