Yuvaan: 'ইউভানের চুল কাটান', নতুন ছবি দেখে রাজকে পরামর্শ নেটিজেনদের
একরত্তি ইউভান সবার নয়নের মণি। সদ্য বাবা রাজ চক্রবর্তীর জন্মদিন গিয়েছে। সেই অনুষ্ঠানে গড়হাজির ছিল ইউভান। আজ সোশ্যাল মিডিয়ায় ইউভানের নতুন ছবি ভাগ করে নিলেন রাজ চক্রবর্তী।
কলকাতা: একরত্তি ইউভান সবার নয়নের মণি। সদ্য বাবা রাজ চক্রবর্তীর জন্মদিন গিয়েছে। সেই অনুষ্ঠানে গড়হাজির ছিল ইউভান (Yuvaan)। আজ সোশ্যাল মিডিয়ায় ইউভানের নতুন ছবি ভাগ করে নিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
ইউভানের হাতে খড়ি থেকে শুরু করে বই পড়া, খেলা, সবকিছুই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। আজ সোশ্যাল মিডিয়ায় ইউভানের দুটি মিষ্টি ছবি ভাগ করে নিয়েছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, ঝাঁকড়া চুলে বসে রয়েছে ইউভান। ক্যাপশনে রাজ লিখেছেন, 'আমার ছেলে। ট্যাগ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। কমেন্ট বক্সে ইউভানের ছবি দেখে ভালোবাসামাখা কমেন্ট করেছেন নেটিজেনরা।
তবে ইউভানের মাথার ঝাঁকড়া চুল দেখে অনেকেই চুল কাটার নিদানও দিয়েছেন। অনেকে বলেছেন, বড় চুল ওই শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। অনেকে আবার বলেছেন, বড় চুলের জন্য তাকে মেয়েদের মতো লাগছে। তবে লম্বা চুলে ইউভানকে মিষ্টি দেখাচ্ছে সেটা অনস্বীকার্য।
আরও পড়ুন: হবু বাবা গুরমিতের জন্মদিন, আসর সাজালেন বঙ্গকন্যা দেবিনা
সদ্য ইউভানের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রীও। সবুজ মাঠে শুয়ে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তাঁর গায়ের কাছে একরত্তি ইউভান (Yuvaan)। মা শুভশ্রীর মুখে হাসি। পরের ছবিতেই তিনি যোগব্যায়াম করার ভঙ্গিতে ইউভানকে তুলে ধরেছেন ওপরে। শূন্যে ইউভানকে দুহাত দিয়ে তুলে ধরেছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই ছবি শেয়ার করে শুভশ্রী লিখলেন, 'আমার জিম করার সঙ্গী ইউভান।'
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় কার্পেটের ওপর বসে রয়েছে ইউভান। সেখানে এ, বি, সি, ডি লেখা। মা শুভশ্রী ইউভানকে প্রশ্ন করছেন, 'হাতি কোথায়?' ছোট্ট ইউভান তার পুতুল হাতিকে দেখিয়ে দিচ্ছে। কিন্তু মা শুভশ্রী চাইছেন, কার্পেট থেকে হাতির ছবি খুঁজে বের করুক ইউভান। কিন্তু খুদে ইউভান ভুল করে মায়ের হাতে এগিয়ে দিচ্ছে ঘোড়ার ছবি। একরত্তির এই মিষ্টি ভিডিও দেখে কমেন্টবক্স ভরেছে আদরে।
View this post on Instagram