Gurmeet Birthday: হবু বাবা গুরমিতের জন্মদিন, আসর সাজালেন বঙ্গকন্যা দেবিনা
আজ তাঁর জন্মদিন। বাংলার জামাইয়ের জন্য আনা হল ৩টি কেক, তাতে আবার রইল বিভিন্ন বার্তা। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিলেন অভিনেতা গুরমিত চৌধুরী। আয়োজনে রইলেন বঙ্গকন্যা দেবিনা।
মুম্বই: আজ তাঁর জন্মদিন। বাংলার জামাইয়ের জন্য আনা হল ৩টি কেক, তাতে আবার রইল বিভিন্ন বার্তা। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিলেন অভিনেতা গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary)। আয়োজনে রইলেন বঙ্গকন্যা দেবিনা বন্দ্যোপাধ্যায় ও বন্ধুরা।
বাবা হতে যাচ্ছেন গুরমিতা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় গুরমিত জানিয়েছিলেন, দেবিনা অন্তঃস্বত্তা। ছোটপর্দার জনপ্রিয় এই জুটিকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছিলেন নেটাগরিকরা। আজ সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের ছবি ভাগ করে নেন গুরমিত। ক্যাপশানে লেখেন, 'আরও একটা বছর ভালোবাসার, আশার, শান্তির আর ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোর। সেই সব মানুষদের আরও কাছে থাকার, যারা জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ।'
এখানেই শেষ নয়, লেখার সঙ্গে গুরমিত আরও জুড়ে দেন, 'আমার সেই সমস্ত অনুরাগীদেরও ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমার পরিবারের একটা অংশ। যাঁরা সবসময় আমায় ভালোবেসেছে, আমার খেয়াল রেখেছে। আগের মতোই আমায় ভালোবাসুন।' সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন নিজেরাই। পরিবারে আসছে জুনিয়ার চৌধুরী। দুই থেকে তিন হতে চলেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেন দেবিনা। কালো পোশাকে দাঁড়িয়ে আছেন দেবিনা, ছবিতে স্পষ্ট তাঁর বেবি বাম্প। পাশে দেবিনাকে আগলে দাঁড়িয়ে গুরমিত। ক্যাপশানে দেবিনা লিখেছেন, ' দুই থেকে ৩ হওয়ার পথে। চৌধুরী জুনিয়র আসছে। সবার আশীর্বাদ চাই।'
বাঙালি এই কন্যার প্রেমেই মজেছিলেন মুম্বইয়ের অভিনেতা গুরমিত চৌধুরী। ১০ বছর পেরিয়ে সেই গুরমিতের প্রেমেই এখন মুম্বইবাসী বাঙালি কন্যা দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তাঁরা। শহরে পা দিয়ে বাঙালি মতে বিয়েও সারেন তাঁরা। এখানেই শেষ নয়, অনুরাগীদের আরও একটি সুখবর দিয়েছেন এই জুটি। ১১ বছর পর পর্দায় ফের রোম্যান্স করবেন এই রিয়েল লাইফ কাপল।