Yuvaan: সন্তুর বাজানোর চেষ্টা ইউভানের, ভিডিও শেয়ার করলেন রাজ
Yuvaan: সোশ্যাল মিডিয়ায় আজ সকালেই একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ইউভানের হাতে সন্তুর বাজানোর যন্ত্র ধরিয়ে দিচ্ছেন একজন। আর নতুন জিনিস হাতে পেয়ে তার মুখেও হাসি। রাজ ক্যাপশনে লিখছেন, 'নতুন বাদ্যযন্ত্র পেয়ে খুব খুশি ইউভান' সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওতে ট্যাগ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
কলকাতা: আপাতত রাজস্থানে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সঙ্গে রয়েছে তাঁদের একরত্তি ছেলে ইউভান। সোশ্যাল মিডিয়ায় সফরের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন এই জুটি। আর এবার সোশ্য়াল মিডিয়ায় একটি নতুন ভিডিও শেয়ার করে নিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, সন্তুর বাজানোর চেষ্টা করছে একরত্তি ইউভান (Yuvaan)।
ইউভানের নতুন 'আবিষ্কার'
সোশ্যাল মিডিয়ায় আজ সকালেই একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ইউভানের হাতে সন্তুর বাজানোর যন্ত্র ধরিয়ে দিচ্ছেন একজন। আর নতুন জিনিস হাতে পেয়ে তার মুখেও হাসি। রাজ ক্যাপশনে লিখছেন, 'নতুন বাদ্যযন্ত্র পেয়ে খুব খুশি ইউভান' সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওতে ট্যাগ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
আরও পড়ুন: Priyanka Sarkar: সহজকে এপ্রিল ফুল করতে ঠাণ্ডা পানীয়র বদলে সয়া সস খাওয়ালেন প্রিয়ঙ্কা! তারপর?
সফরের শুরুতেই ফেসবুকে আজমের শরিফ থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন রাজ। সেখানে দেখা গিয়েছে, দরগার নিয়মমাফিক। মাথায় ফেজ পরেছেন রাজ। ছোট্ট ফেজ ইউভানের মাথাতেও। ওড়না দিয়ে মাথা ঢেকেছেন শুভশ্রী। এই ছবি প্রকাশ্যে আসার পরেই অনেকে প্রশ্ন তোলেন, 'ব্রাহ্মণ সন্তান হয়ে ফেজ পরার কী খুব প্রয়োজন ছিল রাজের?' কটাক্ষ ধেয়ে আসে ইউভানকে নিয়েও। অনেকে আবার প্রশ্ন করেন, 'শুভশ্রী বোরখা কেন পরেননি!' অনেকের কমেন্টে আবার রইল ধর্ম নিয়ে সতর্কবার্তাও। লিখলেন, 'ইউভানের ধর্ম পরিবর্তন করিয়ে ফিরবেন না যেন'
এই সমস্ত মন্তব্যের কোনও উত্তর দেননি রাজ। তবে একরত্তিকে নিয়ে এইধরণের মন্তব্যে তিনি আশাহত। সোশ্যাল মিডিয়া থেকে কোনও ছবিই সরিয়ে নেননি রাজ। এরপর বিভিন্ন ফোর্টে গিয়েছেন তাঁরা। তবে সেই সমস্ত ছবি রাজ ভাগ করে নিয়েছেন কেবলমাত্র ইনস্টাগ্রামে। রাজ-শুভশ্রীর ছবি দেখে উচ্ছসিত অনুরাগীর সংখ্যা অবশ্য কম নয়। অনেকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন সুখী পরিবারকে।
">