Yuvaan Update: রাজ-শুভশ্রীর ঘরে 'নতুন সদস্য'! পরিচয় করিয়ে দিলেন তারকা দম্পতি
Yuvaan Update: রাজ ও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তার মধ্যে ছেলের প্রত্যেক পদক্ষেপের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই ভালবাসেন তাঁরা।
কলকাতা: জন্মের পর কেটেছে ১৮ মাস। এই প্রথম মাথা হল এক্কেবারে ফাঁকা। আর তাতেই হাত বোলাচ্ছে একরত্তি। কার কথা বলা হচ্ছে? রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) আদরের 'রসগোল্লা' ইউভান (Yuvaan) হাজির তার নতুন লুক নিয়ে। সোশ্যাল মিডিয়ায় পুঁচকের নতুন লুকের ছবি ও ভিডিও পোস্ট করেছেন তারকা অভিভাবক।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্ত্রী ও পুত্রের সঙ্গে ছবি পোস্ট করেন পরিচালক। ক্যাপশনে লেখেন, 'এটা কে? পরিবারের নতুন সদস্য। আমাদের ছোট্ট রসগোল্লা।' ইউভানের নাম শুনলেই মনে আসে একমাথা ঝাঁকড়া কোঁকড়ানো চুল। সেই লুকেই এবার বদল। জন্মের পর এই প্রথম চুল কাটতে দেখা গেল খুদেকে।
View this post on Instagram
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বুমেরাং ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাতে দেখা গেল 'টাক' মাথায় হাত বোলাচ্ছে একরত্তি। ক্যাপশনে লেখেন, 'সব চলে গেল'। ভিডিও ও ছবিতে ইতিমধ্য়েই আদর জানিয়েছেন অনুরাগীরা। নতুন লুকে যে বেশ মানিয়েছে তাকে, খুব মিষ্টিও লাগছে, সে কথা জানালেন একাধিক তারকা।
View this post on Instagram
রাজ ও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তার মধ্যে ছেলের প্রত্যেক পদক্ষেপের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই ভালবাসেন তাঁরা। ইউভানের কথা বলা, থেকে খেলাধুলো, থেকে হাঁটতে শেখা সবই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ-শুভশ্রী। এবার 'রসগোল্লা' ছবিও ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: Kolkata Book Fair: চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী, তদন্তে পুলিশ