সওয়ারী অনুষ্কা-ক্যাটরিনা, সাইকেল-রিক্সা চালাচ্ছেন শাহরুখ!
নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই খবরে রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি ‘জিরো’। এর অন্যতম কারণ হল ‘যব তক হ্যায় জান’ ছবির পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কইফকে।
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কিং খান। সেখানে তিনজনকেই একসঙ্গে দেখা যাচ্ছে। এই মজাদার ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে সাইকেল-রিক্সা চালাতে। আর সওয়ারী হিসেবে রয়েছেন ক্যাটরিনা ও অনুষ্কা।
ছবির নীচে শাহরুখ জানান, অনেক পুরনো স্মৃতি তাজা হল। ছবির নাম কী হবে, তাই নিয়ে ভক্তদের মধ্যে জোর জল্পনা ছিল। এই ছবিতে শাহরুখ খানকে বামন অবতারে দেখা যাবে।
এমনিতে শাহরুখের ছবির জন্য দারুন উৎসাহিত থাকেন সিনেপ্রেমীরা। কিন্তু, এবার আকর্ষণের কেন্দ্রে রয়েছেন অনুষ্কা। কারণ, বিয়ের পর এটাই তাঁর প্রথম ছবি।
শেষবার, ‘যব হ্যারি মেট সেজাল’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ-অনুষ্কাকে। আর ক্যাটরিনার শেষ ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছিল।
কয়েকদিন আগে ‘জিরো’ ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন শাহরুখ। যা তাঁর ভক্তদের ভীষণই পছন্দ হয়েছিল।