Fact Check: ABP আনন্দর নামে ভুয়ো পোস্ট করে প্রচার ! গুজবে নজর দেবেন না, সতর্ক থাকুন
Loksabha Election 2024 : এবিপি আনন্দে সম্প্রচারিত খবরের স্ক্রিনশট বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভুল খবর বা মিথ্যে খবর প্রচার হতে দেখা যায়। অনেকসময় নির্ভরযোগ্য কোনও সূত্রের ঠিক খবর কে নানাভাবে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে পোস্ট করেন অনেক ব্যক্তি বা পেজ। সম্প্রতি দেখা গিয়েছে এবিপি আনন্দের নামে একাধিক ভুয়ো পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
সম্প্রতি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই সম্প্রচারের ভিডিও ফুটেজের স্ক্রিনশট বিকৃত করে ভুল তথ্য দিয়ে প্রচার করছে। এবিপি আনন্দে যা সম্প্রচারিত হয়েছে তার সঙ্গে ওই বিকৃত তথ্য রাখা স্ক্রিনশটের কোনওরকম মিল নেই।
ভুল পোস্ট কোনটি ?
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, 'বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস'- নামের একটি ফেসবুক পেজ থেকে ২টি স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। যেখানে অনেকেই নানারকম কমেন্ট করেছেন, শেয়ারও করেছেন। কী রয়েছে এই স্ক্রিনশটে?
আরও একটি পোস্ট করা হয়েছে। এবিপি আনন্দের প্ল্য়াটফর্মগুলিতে ভিডিও তোলার সময় যে রকম থাম্ব ব্যবহার করা হয়, সেইরকম থাম্বের ছবি সেটি। এক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। এবিপি আনন্দের ভিডিওর থাম্বে যে ধরনের ফন্টে লেখা থাকে, এখানে সেই ফন্টে লেখা নয়। এবিপি আনন্দের সঙ্গে বৈশিষ্ট্যগত ও প্রযুক্তিগত ফারাক দৃশ্যতই স্পষ্ট।
এখান থেকে অনুষ্ঠানটি দেখে নিতে পারেন
এটাই প্রথম নয়, এর আগেও এবিপি আনন্দে সম্প্রচারিত খবরের বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। সম্প্রতি কোচবিহার নিয়ে সম্প্রচারিত একটি খবরের স্ক্রিনশট নিয়ে তা বিকৃত করে প্রচার করা হয়েছিল। প্রায় তার পরপরই পাহাড়, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার নিয়ে একটি খবরের বিকৃতি করে, সোশ্যাল মিডিয়া কার্ড নকল করে ভুয়ো খবর ছড়ানো হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
আমাদের বার্তা:
এবিপি আনন্দের সব দর্শক ও পাঠকদের প্রতি আমাদের বার্তা। আমরা সবসময় তথ্যনিষ্ঠ এবং যুক্তিনির্ভর সংবাদ পরিবেশন করে থাকি। তথ্যনির্ভর সি ভোটার সমীক্ষাও সেইভাবে তুলে ধরা হয়েছে। সোশাল মিডিয়া পোস্টে যে বিকৃত তথ্য় পরিবেশন করা হচ্ছে তার সঙ্গে এবিপি আনন্দের সমীক্ষার তথ্যের কোনও মিল নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।