Fact Check: সোনার গয়না ছিনিয়ে এনে বাসা বানাচ্ছে পাখি ! সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
Viral Video: এক্স হ্যান্ডলে প্রণব আনন্দ নামে এক ব্যবহারকারী একটি ভিডিয়ো শেয়ার করেন বিগত ৬ এপ্রিল যেখানে দেখা যাচ্ছে দুইটি পাখি সোনার গয়না দিয়ে বানানো বাসায় বসে আছে।

নয়াদিল্লি: সমাজমাধ্যমে সম্প্রতি একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে দুটি পাখি তাদের বাসা বানানোর জন্য সোনার গয়না ছিনিয়ে নিয়ে পালাচ্ছে মানুষের থেকে। এক ব্যবহারকারী এই ভিডিয়ো পোস্ট করে দাবি (Viral Video) করেছেন সেই পাখি দুটি নাকি বেঙ্গালুরুর হাইকোর্ট রোডের উপর অবস্থিত তিনটি সোনার দোকান থেকে ১ কেজির উপর সোনার গয়না ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে তাদের বাসা বানানোর জন্য। এই ভিডিয়োতে আরও দাবি করা হচ্ছে, যখন সোনার দোকানি এই পাখির বাসা দেখেন, তারা সিদ্ধান্ত নেন পাখির ডিম ফুটে বাচ্চা বেরনোর পরেই তারা এই সোনার গয়নাগুলি উদ্ধার করবেন। যে গাছে বাসা বেঁধেছে পাখিদুটি, সেই গাছের চারপাশে নিরাপত্তাও বাড়িয়ে দেন এই দোকানিরা। তবে পিটিআই ফ্যাক্টচেক ডেস্কের পক্ষ (Fact Check) থেকে অনুসন্ধান করে দেখা গিয়েছে এই ভিডিয়োটি এআই দিয়ে বানানো হয়েছে এবং ভিডিয়োর দাবি সম্পূর্ণ মিথ্যা।
দাবি
এক্স হ্যান্ডলে প্রণব আনন্দ নামে এক ব্যবহারকারী একটি ভিডিয়ো শেয়ার করেন বিগত ৬ এপ্রিল যেখানে দেখা যাচ্ছে দুইটি পাখি সোনার গয়না দিয়ে বানানো বাসায় বসে আছে। এই ব্যবহারকারী দাবি করছেন যে এই পাখিদুটি বেঙ্গালুরুর হাইকোর্ট রোডের উপর অবস্থিত তিনটি সোনার দোকান থেকে ১ কেজির উপর সোনার গয়না ছিনিয়ে নিয়ে চলে এসেছে এই বাসা বানানোর জন্য। আরও দাবি করা হচ্ছে, যখন সোনার দোকানি এই পাখির বাসা দেখেন, তারা সিদ্ধান্ত নেন পাখির ডিম ফুটে বাচ্চা বেরনোর পরেই তারা এই সোনার গয়নাগুলি উদ্ধার করবেন। এই ব্যক্তি আরও লেখেন যে দোকানিরা গাছের চারপাশে নিরাপত্তাও বাড়িয়ে দিয়েছেন যাতে তাদের আরও বেশি ক্ষতি না হয়।
দেখুন সেই ভাইরাল পোস্ট
অনুসন্ধান
পিটিআই ফ্যাক্টচেক ডেস্কের পক্ষ থেকে অনুসন্ধান করে ইনভিড টুলের মাধ্যমে ভিডিয়োর বিভিন্ন কিফ্রেম তুলে নিয়ে সার্চ করে দেখা হয় গুগল লেন্সের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে। দেখা যায় একই ভিডিয়ো আরও অন্যান্য সমাজমাধ্যমের ব্যবহারকারীরা শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে এমনই একটি পেজ পাওয়া যায় যেখানে সুরেন্দ্র গারওয়াল নামের এক ব্যবহারকারী এই ভিডিয়োটি পোস্ট করেছেন যিনি নিজেকে একজন ডিজিটাল ক্রিয়েটর, আর্ট ও এআই উৎসাহী হিসেবে পরিচয় দেন, মনে হয় তিনিই প্রথম এই ভিডিয়োটি পোস্ট করেন এবং তা এখান থেকেই ভাইরাল হয়ে যায়।
তাছাড়া এআই ডিটেকশন টুলের সাহায্যে এই ভিডিয়োটি যাচাই করে দেখে যে ভিডিয়োটির ৯২ শতাংশই এআই দ্বারা নির্মিত। পরে পিটিআই ফ্যাক্ট চেক ডেস্কের তরফ থেকে সুরেন্দ্র গারওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট বলেন যে এই ভিডিয়োটি তিনি সম্পূর্ণই এআই দিয়ে বানিয়েছেন এবং এটি কেবলমাত্র বিনোদনের নিমিত্তেই বানানো হয়েছিল।
মূল পোস্ট দেখুন
দাবি
পাখিদুটি বেঙ্গালুরুর হাইকোর্ট রোডের উপর অবস্থিত তিনটি সোনার দোকান থেকে ১ কেজির উপর সোনার গয়না ছিনিয়ে নিয়ে চলে এসেছে এই বাসা বানানোর জন্য।
ফ্যাক্ট
এই ভিডিয়োটি এআই দ্বারা বানানো এবং এই ভিডিয়োর দাবি সম্পূর্ণ মিথ্যে।






















