Fact Check: 'বিজেপি কখনও শক্তিশালী ভারত গড়তেই পারবে না', মোদি আসলে কী বলেছেন ?
Loksabha Election 2024: আদৌ কি এই ভিডিওর কোনো সত্যতা আছে ? এনিয়ে সত্য অনুসন্ধান করে PTI। তাতে উঠে এসেছে, এই দাবি সর্বৈব মিথ্যা।
নয়াদিল্লি : "বিজেপি কখনও শক্তিশালী ভারত গড়তে পারবে না।" একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে নাকি এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক সোশাল মিডিয়া ব্যবহারকারী এই বক্তব্য সম্বলিত একটি ভিডিও শেয়ার করেছেন। কিন্তু, আদৌ কি এই ভিডিওর কোনো সত্যতা আছে ? এনিয়ে সত্য অনুসন্ধান করে PTI। তাতে উঠে এসেছে, এই দাবি সর্বৈব মিথ্যা।
কী দাবি ?
গত ২৬ এপ্রিল একটি ভিডিও শেয়ার করেন এক ফেসবুক ব্যবহারকারী। তাতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদি একটি সভায় বক্তব্য রাখছেন। সেখানে তিনি বলছেন, বিজেপি কখনোই শক্তিশালী ভারত গড়তে পারবে না। ক্যাপশনে লেখা, "মোদি বলছেন বিজেপি সরকার কখনোই ভারতকে মজবুত বানাতে পারবে না, দেখুন ফলাফল।"
অনুসন্ধান-
অনুসন্ধানে নেমে InVid Tool সার্চ করা হয়। ভিডিওর একাধিক Keyframe উঠে আসে। Google Lens-এর মাধ্যমে একটি Keyframe চালিয়ে দেখা যায়, এক্স ভিডিওয় একই দাবি-সম্বলিত একটি ভিডিও রয়েছে।
এখানে শুনুন ভিডিওটি
আরও অনুসন্ধান চালিয়ে দেখা যায়, ২১ এপ্রিল নরেন্দ্র মোদির অফিসিয়াল চ্যানেল থেকে ইউটিউবে একটি ভিডিও রয়েছে। ভিডিওর ডেসক্রিপশনে লেখা, "NDA-এর তারকা প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজস্থানে বিজেপি প্রার্থীর সমর্থনের মধ্যে দিয়ে ২০২৪ লোকসভা ভোটের অভিযান আরও তীব্র হয়েছে। জলোরের মানুষের সামনে বক্তব্য রাখার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, যাঁরা এখনও পাকা বাড়ি পাননি তাঁদের গ্যারান্টি দিচ্ছেন মোদি। তিনি উল্লেখ করেন যে, যে ৩ কোটি বাড়ি বানানো হবে, তার মধ্যে একটি আপনার। এর পাশাপাশি তিনি আর্জি জানান, পরিবারের সেসব বোনকে জানাতে যাঁরা এখনও স্থায়ী বাড়ি পাননি যে তাঁদের নামে বাড়ি বণ্টন করা হবে।"
এখানে ভিডিও লিঙ্ক
ভিডিওটি দেখার সময়, ডেস্ক দেখে, ১৭:৫৫ মিনিট থেকে ভাইরাল ভিডিও ক্লিপ করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, "প্রথম দফার ভোটে অর্ধেক রাজস্থান কংগ্রেসকে শাস্তি দিয়ে ফেলেছে। ভিডিওর ১৭ মিনিট ৫০ সেকেন্ডে তিনি বলেন, "জাতীয়তাবাদীতে পূর্ণ রাজস্থান এবং মানুষ জানেন যে কংগ্রেস কখনোই ভারতকে শক্তিশালী করতে পারবে না।"
এই অংশ থেকেই ডেস্ক কাস্টমাইজড সার্চ করে দেখতে পায়, ২১ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে India TV। প্রতিবেদনের শিরোনামে লেখা, “Congress can never make India strong, symbol of instability,' says PM Modi in Rajasthan”
প্রতিবেদনের লিঙ্ক এখানে
তাই ডেস্ক এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের নির্বাচিত অংশ ডিজিটালি পাল্টে দেওয়া হয়েছে এবং সোশাল মিডিয়ায় মিথ্যা দাবিতে শেয়ার করা হয়েছে।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে PTI এবং শক্তি কালেক্টিভের (Fact Check : PTI Fact Check: No, PM Modi didn't say 'BJP can never make India strong'; digitally altered video shared on social media ) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।