এক্সপ্লোর
কভার পরিয়েই চার্জ দেন ফোন! জানেন, কী মারাত্মক ভুল করছেন?
জানেন কি ফোন চার্জ করার সময় আমাদেরও মাথায় রাখা উচিত বেশ কিছু বিষয়। ভুল পদ্ধতিতে ফোন চার্জ করলে কমে যাবে ব্যাটারির আয়ু। আজ বর্তমানের প্রায় কোনও ফোনের ব্যটারিই আলাদা করে খোলা যায় না। ফলে সম্পূর্ন নষ্ট হয়ে যেতে পারে ফোনটাও। আসুন জেনে নিই ফোন চার্জে দেওয়ার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়গুলি

কলকাতা: ভাল ক্যামেরা থেকে বড় স্ক্রিন, ফোন কেনবার সময় এই ধরণের চাহিদাই তো মাথায় আসে সবসময়। কিন্তু সেইসঙ্গে আমাদের চাহিদা থাকে বহুক্ষণ ধরে চলা ব্যাটারিরও। সারাদিনের কাজ আর ফোনকলের ফাঁকে যাতে মাঝপথেই না ফুরিয়ে আসে ব্যাটারি, নজর রাখতে হয় সেইদিকে। বর্তমানে কোম্পানিগুলিও তাই ব্যাটারির দিক থেকে বিভিন্ন আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে বাজারে। কোনওটায় ওয়্যারলেস চার্জিং আবার কখনও ৫ মিনিটের চার্জেই ২ ঘণ্টা ফোন কাজ করবে বলে দাবি করছে সংস্থাগুলি। তবে জানেন কি ফোন চার্জ করার সময় আমাদেরও মাথায় রাখা উচিত বেশ কিছু বিষয়। ভুল পদ্ধতিতে ফোন চার্জ করলে কমে যাবে ব্যাটারির আয়ু। আজ বর্তমানের প্রায় কোনও ফোনের ব্যটারিই আলাদা করে খোলা যায় না। ফলে সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে ফোনটাও। আসুন জেনে নিই ফোন চার্জে দেওয়ার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়গুলি-
- সারারাত চার্জ দিয়ে রাখবেন না মোবাইল
- সবসময় ব্যবহার করুন আসল চার্জার
- ফোনের কভার খুলে চার্জ দিন
- পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে ফোন ব্যবহার নয়
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















