এক্সপ্লোর
Advertisement
মোটো E6s-এর নয়া ভার্সন নিয়ে এল মোটোরোলা
মোটোরোলা তাদের মোটো E6s স্মার্টফোনের নয়া ও স্বল্পমূল্যের ভ্যারিয়েন্ট নিয়ে এল। এর নয়া ভ্যারিয়েন্টে ৪ জিবি র্যা ম ও ৬৪ জিবি ইন্টারন্যাল মেমোরি। মোটোরোলা এখনও পর্যন্ত Moto E6s-র দাম ঘোষণা করেনি।
নয়াদিল্লি: মোটোরোলা তাদের মোটো E6s স্মার্টফোনের নয়া ও স্বল্পমূল্যের ভ্যারিয়েন্ট নিয়ে এল। এর নয়া ভ্যারিয়েন্টে ৪ জিবি র্যা ম ও ৬৪ জিবি ইন্টারন্যাল মেমোরি। মোটোরোলা এখনও পর্যন্ত Moto E6s-র দাম ঘোষণা করেনি। কোম্পানি এই ফোন আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কিছু নির্বাচিত বাজারে লঞ্চ করেছে। পিকক ব্লু ও সানরাইজ রেড কালার-এই দুটি রঙে ফোনটি বাজারে আনা হয়েছে।
Moto E6s-এ রয়েছে এইচডি রেজোলিউশন ও 19: 9 অ্যাসপেক্ট রেশিও-র 6.1 ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এই স্মার্টফোনে রয়েছে 2GB র্যা ম ও মিডিয়াটেক হেলিও P22 প্রোসেসর। রয়েছে ৩২ জিবি বিল্ট-ইন মেমোরি স্টোরেজ। ২৫৬ জিবি পর্যন্ত বাড়াতে এক্সপ্যান্ডেবল স্টোরেজের জন্য মাইক্রো এসডি স্লটও দেওয়া হয়েছে।
এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল সেন্সর সহ দুটি রিয়ার ক্যামেরা। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর ব্যাটারি ৩ হাজার এমএএইচ ব্যাটারি। এছাড়াও দেওয়া হয়েছে 3.5 মিমি হেড ফোন জ্যাক ও মাইক্রোইউএসবি ।
Moto E6s old –এর সঙ্গে তুলনা
পুরানো Moto E6s ভারতে ফ্লিপকার্টে ৭,৯৯৯ টাকায় পাওয়া যায়। ফোনে রয়েছে 4GB র্যা ম ও ৬৪ জিবি বিল্ট-ইন স্টোরেজ। 19: 5: 9 অ্যাসপেক্ট রেশিও-র সঙ্গে রয়েছে ৬.১ ইঞ্চির এইচডি + ডিসপ্লেষ এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল-এর দুটি রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে রয়েছে মিডিয়াটেক P22 প্রোসেসর।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement