এছাড়াও ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ডিজিটাল ওয়ালেট ও অন্য অনলাইন শপিং প্ল্যাটফর্মে দেওয়া হয়। জিও-র এই অফারের সুযোগ আগামী ৩১ মে পর্যন্ত নেওয়া যাবে।
2/9
৩৯৮ টাকার রিচার্জ My Jio অ্যাপ থেকে করলে ৪০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে যা ৫০ টাকার আটটি কুপনের মাধ্যমে দেওয়া হবে।
3/9
অন্যদিকে জিও তাদের প্রিপেড গ্রাহকদের 'More than 100% cashback offer' দিচ্ছে। এতে গ্রাহকরা ৩৯৮ টাকার রিচার্জে মোট ৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
4/9
এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের। এতে থাকছে ১০০ মেসেজের সুবিধাও।
5/9
এয়ারটেল তাদের ৩৯৯ টাকার রিচার্জে ১১৮ জিবি 3G/4G ডেটা দিচ্ছে। প্রতিদিনের সর্বোচ্চ সীমা ১.৪ জিবি। সেই সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল।
6/9
এই ভাবে কোম্পানি ৩৯৯ টাকার রিচার্জে ৪০০ টাকার মূল্য দিচ্ছে।
7/9
এয়ারটেলের এই অফার পেতে ৩৯৯ টাকার রিচার্জ 'My Airtel' অ্যাপ থেকে করতে হবে। এরপর কোম্পানি ৫০ টাকার ৮ টি কুপন দেবে। এই কুপন ব্যবহার করে পরবর্তী রিচার্জ করা যাবে।
8/9
ভারতী এয়ারটেল ৩৯৯ টাকা বা তার বেশি রিচার্জের ক্ষেত্রে ১০০ শতাংশ ক্যাশব্যাকের অফার নিয়ে এসেছে। এই অফার পেতে গ্রাহকদের 'My Airtel' থেকে রিচার্জ করতে হবে। এই অফার সম্পর্কে তথ্য এয়ারটেল ট্যুইটের মাধ্যমে দিয়েছে।
9/9
টেলিকম ইন্ডাস্ট্রিতে জিও-র আত্মপ্রকাশ আলোড়ন ফেলে দিয়েছিল। ২০১৬-তে লঞ্চ হওয়ার পর জিও এই ইন্ডাস্ট্রির গেম-চেঞ্জার হিসেবে পরিগণিত হয়েছে। টেলিকম দুনিয়ায় ডেটার মূল্য নিয়ে টক্করের কৃতিত্ব জিও-র দিকেই যায়। এখন ট্যারিফ-যুদ্ধে মুখোমুখি জিও এবং এয়ারটেল। জিও-র মতোই এবার এয়ারটেলও ১০০ শতাংশ ক্যাশব্যাক প্ল্যান নিয়ে এসেছে।