বুধবার সকালে বেহিবাগের পশ্চিমে হারমেন থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
2/8
বুধবার সকালে বেহিবাগের পশ্চিমে হারমেন থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
3/8
সেখান থেকে ফেরার পথে আনুমানিক রাত ১০টা নাগাদ জঙ্গিরা তাঁকে অপহরণ করে।
4/8
বেহিবাগের কাছে বাটাপুরায় মামাতো বোনের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন ফয়াজ। এর জন্য তিনি ছুটি নিয়েছিলেন। প্রসঙ্গত, চাকরিতে যোগ দেওয়ার পর এই প্রথম ছুটি নিয়েছিলেন তিনি।
5/8
কুলগামের বাসিন্দা ফয়াজ, স্থানীয় যুবকদের কাছে অনুপ্রেরণা ছিলেন। তাঁর জন্ম ১৯৯৪ সালের ৮ জুন।
6/8
২ রাজস্থান রাইফেলস রেজিমেন্টের অফিসার ফয়াজ আখনুরে পোস্টেড ছিল। গত বছরের ১০ ডিসেম্বরে তিনি সেনায় যোগ দিয়েছিলেন।
7/8
মঙ্গলবার রাতে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় সেনাবাহিনীর তরুণ অফিসার লেফটেন্যান্ট জেনারেল উমর ফয়াজকে অপহরণ করে ৫-৬ জঙ্গি। বুধবার সকালে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
8/8
জঙ্গিহানায় নিহত অফিসার লেফটেন্যান্ট উমর ফয়াজকে শেষশ্রদ্ধা সেনাবাহিনীর