১ বছর বয়সের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ! এর রোজগার আর কাণ্ডকারখানা জানলে চোখ কপালে উঠবে
আপনি বিশ্বাস করবেন না, সোশ্যাল মিডিয়াকে তাক লাগিয়ে দিয়ে নজর কেড়েছে ১ বছরের এক ইনফ্ললুয়েন্সর, তার ট্রাভেল-স্টোরির মাধ্যমে।
নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে হইচই ফেলে দিয়েছেন অনেকেই। তাবলে, ১ বছরের বাচ্চা ? খাবার-দাবার, ফ্যাশন থেকে স্বাস্থ্য-সৌন্দর্য, নানা বিষয়ে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন অনেকেই। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, সোশ্যাল মিডিয়াকে তাক লাগিয়ে দিয়ে নজর কেড়েছে ১ বছরের এক ইনফ্ললুয়েন্সর, তার ট্রাভেল-স্টোরির মাধ্যমে। তার রোজগার জানলে চোখ কপালে উঠবে। হাজার ইউএস ডলার বাচ্চাটি উপার্জন করে প্রতি মাসে , ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭৫ হাজার টাকা।
View this post on Instagram
ডেইলি মেলের তথ্য অনুসারে, বাচ্চাটি ৪৫ বার বিমানযাত্রা করেছে। ১৬ টি মার্কিন স্টেটে ঘুরেছে। যার মধ্যে আছে, আলাস্কা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, প্রভৃতি। বাচ্চাটির মা জেস জানিয়েছেন, গতবছর ১৪ অক্টোবর জন্মায় শিশুটি। জন্মের ঠিক তিন সপ্তাহ পর সে প্রথম ভ্রমণে বের হয়। ইতিমধ্যেই আলাস্কার ভল্লুক,ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ঘোরা হয়ে গিয়েছে একরত্তির। ক্যালিফার্নিয়ার বিচেই ঘুরে এসেছে ছোট্ট ইনফ্লুয়েন্সর।
View this post on Instagram
Briggs - ইর ইনস্টাগ্রামে বিরাট অনুরাগীর সংখ্যা। ৩০ হাজার ফলোয়ার তার। শিশুটির মা Part Time Tourists নামে একটি ব্লগ চালায়। এই ব্লগই তার ঘোরা বেড়ানোর খরচ জোগায়। জেস জানালেন, Briggs জন্মাবার আগে থেকেই তিনি ব্লগে লেখেন। তারপর যখন তিনি গর্ভধারণ করেন, তখন তিনি ভেবেছিলেন, কেরিয়ার বোধ হয় শেষই হয়ে গেল
View this post on Instagram
তিনি বলেন, ব্রিগসের বাবাও চাইতেন জেসের কেরিয়ারে কোনও ক্ষতি না হোক। তাই সোশ্যাল মিডিয়ায় বেবি ট্রাভেল নিয়ে সার্চ শুরু করেন তাঁরা। কিন্তু একটিও খুঁজে পাননি। তখন তাঁরা বোঝেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ইনফ্লুয়েন্সর আর নেই। সেই সুযোগটাই তাঁরা কাজে লাগান। আমরা এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে দেখাই, বাচ্চা নিয়ে যাঁরা ভ্রমনে যেতে ইচ্ছুক তাঁদের সুবিধা-অসুবিধার দিকগুলো।
করোনা কালেও এঁরা ঘুরে বেড়িয়েছেন। লকডাউন ও করোনাবিধি মেনেই। তখন রোড-ট্রিপ ও কাছাকাছি জায়গার উপর নজর দিয়েছেন বেশি করে। এখনও তো Baby Briggs এর জনপ্রিয়তা এতটাই যে, একটি কোম্পানি তার ডায়েপার ও ওয়াইপস স্পনসর করে।