Viral News: ব্রেন টিউমারে আক্রান্ত ৯ বছরের রণবীর, তাঁর IPS অফিসার হওয়ার ইচ্ছে পূরণ করল পুলিশ
9 Year Old Cancer Patient Becomes IPS Officer: মাত্র নয় বছর বয়স রণবীরের। এই বয়সেই সে আইপিএস অফিসার হয়ে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু কীভাবে সম্ভব হল ?
Viral News: কথায় বলে বারাণসী গিয়ে বাবা বিশ্বনাথের চরণে পূজা অর্পণ করলে ইচ্ছাপূরণ হবেই। তবে এ যেন এক অন্য ইচ্ছাপূরণের কাহিনি। যা পূর্ণ হল পুলিশদের একান্ত চেষ্টায়। বলা যেতে পারে জীবরূপী শিবের ইচ্ছায়! ইচ্ছাপূরণ হল এক নবম বর্ষীয় শিশুর। ছোট্ট রণবীর ভারতী বর্তমানে দুরারোগ্য ব্রেন ক্যানসারে আক্রান্ত। উত্তরপ্রদেশে মহামন ক্যানসার হাসপাতালে রণবীরের চিকিৎসা চলছে। চিকিৎসা চলাকালীনই শিশুটি একদিনের জন্য আইপিএস অফিসার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল। সেই ইচ্ছেই পূরণ করলেন বারাণসীর অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অব পুলিশ।
ভাইরাল ভিডিয়ো
সম্প্রতি এডিজি বারাণসীর সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সঙ্গে ছিল কিছু ছবি। তাতেই ছোট্ট রণবীরকে খাকি পোশাকের সাজে দেখা যায়। দেখা যায়, এডিজির জন্য নির্দিষ্ট চেয়ারে। এই দিন রণবীরের সঙ্গে প্রবীণ পুলিশ আধিকারিকরা এসে দেখা করেন। তাঁর সঙ্গে একসাথে ছবি তোলেন। ভিডিয়োতে দেখা যায়, ছোট্ট রণবীরের সঙ্গে হাত মেলাচ্ছেন প্রবীণ পুলিশকর্মী এমনকি এডিজি নিজেই। প্রত্যেকবার হ্যান্ডশেক করার পর রণবীরকে স্যালুটও করেন পুলিশ আধিকারিকদের।
নেটিজনের স্যালুট
পুলিশ নিয়ে জনসাধারণের মধ্যে নানরকম ক্ষোভ থাকে। একদিকে তাঁরা যেমন সমাজের রক্ষাকর্তা, অন্যদিকে নিয়মকানুনের সতর্ক পাহারাদার। তারপরও বেশ কিছু ঘটনার জেরে পুলিশ নিয়ে জনমানসে ক্ষোভ তৈরি হয়। তবে এই দিনের এই বিশেষ ঘটনাটি সেসব ক্ষণিকের জন্য হলেও ভুলিয়ে দিল। একটি শিশুর আর্জি শুনে পুলিশের এই সৎ প্রচেষ্টাকে নেটিজেনরা স্যালুট জানান। কমেন্টে সেকশন একের পর এক শ্রদ্ধাসূচক কমেন্টে ভরে ওঠে।
09 वर्षीय बालक रणवीर भारती के ब्रेन ट्यूमर का इलाज महामना कैंसर अस्पताल वाराणसी में चल रहा है, ऐसी अवस्था में रणवीर ने #IPS अधिकारी बनने की इच्छा व्यक्त की, तो #adgzonevaranasi @piyushmordia के कार्यालय में बच्चे की इच्छा की पूर्ति की गयी । pic.twitter.com/xxeGFT3UKe
— ADG ZONE VARANASI (@adgzonevaranasi) June 26, 2024
পেডিয়াট্রিক ব্রেন টিউমার আদতে কী ?
পেডিয়াট্রিক ব্রেন টিউমার শিশুদের মস্তিষ্কের ভিতর বা চারপাশে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এই টিউমার ননক্যানসারাস অর্থাৎ সাধারণ ও অনেক ক্ষেত্রে ক্যানসারাস বা ক্যানসারের কারণ হয়ে দাঁড়ায়।
কাদের ঝুঁকি বেশি ?
- যারা অল্প বয়সে রেডিয়েশনের স্পর্শে আসেন।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল।
- জেনেটিক সমস্যা।
কী কী লক্ষণ দেখা দিতে পারে ?
১. প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দিতে পারে।
২. চোখের দৃষ্টিশক্তি কমে যায় বা হারিয়েও যেতে পারে।
৩. মাঝে মাঝেই বমি পায়।
৪. কোনও কিছু ভাবার শক্তি হারিয়ে ফেলে।
৫. খিঁচুনি, শরীরের কোনও অঙ্গ অসাড় হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Viral Video: অফিসে ল্যাপটপে কাজ করতে করতেই বুকে ব্যথা, কয়েক মিনিটেই নিভে গেল ৩০ বছরের তরতাজা প্রাণ
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )