Arthritis : কাদের আর্থারাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি? পার পাবেন না কমবয়সীরাও
আর্থারাইটিসের নানা ধরন। শ্রেণিবিভাগ করতে গেলে ১০০ পেরিয়ে যায়। বিভিন্ন ধরনের আর্থারাইটিসে বিভিন্ন উপসর্গ ।
![Arthritis : কাদের আর্থারাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি? পার পাবেন না কমবয়সীরাও Arthritis A Severe Problem, Young Also can be affected, know details Arthritis : কাদের আর্থারাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি? পার পাবেন না কমবয়সীরাও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/6dc5fae883997b40b7bac50253d0c69f167576252043153_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আর্থারাইটিস। যন্ত্রণা, কষ্ট। শীতকালে এ যাতনা বড়ই বাড়ে। আর্থারাইটিস মানেই কোমর, হাঁটু সহ শরীরের বিভিন্নি অংশে তীব্র যন্ত্রণা। বিশেষত শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়ার মতো সমস্যায় ভোগেন আর্থারাইটিসে আক্রান্তরা। শীতে অন্যান্য যন্ত্রণার মতোই আর্থারাইটিসের ব্যথা বাড়ে। কয়েক ধরনের আর্থারাইটিস মহিলাদের বেশি হয়। আর্থারাইটিসের নানা ধরন। শ্রেণিবিভাগ করতে গেলে ১০০ পেরিয়ে যায়। বিভিন্ন ধরনের আর্থারাইটিসে বিভিন্ন উপসর্গ । আলোচনায় ডা. রুদ্রজিৎ পাল ( Dr Rudrajit Paul )
অটোইমিউনড আর্থারাইটিস ( Autoimmune arthritis ) এর সবচেয়ে সাধারণ প্রকার হল রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই ক্ষেত্রে উপসর্গগুলি হল -
- জ্বর
- জয়েন্টে ব্যথা
- অস্থি সংযোগস্থলের কাঠিন্য ভাব বা স্টিফনেস
- ফুলে যাওয়া
- দুর্বলতা, ইত্যাদি
- ক্রিস্টাল আর্থারাইটিস ( Crystal arthritis ) এর ক্ষেত্রে শরীরে অস্থির জয়েন্টের জায়গাগুলিতে ক্রিস্টাল জমা হয়। calcium phosphate crystals জমা হয়ে যে আর্থারাইটিস তৈরি হয় তাকে ক্রিস্টাল আর্থারাইটিস বলে। যাকে আমরা চলিত ভাষায় গেঁটে বাত বলে থাকি।
- ডিজেনারেটিভ আর্থারাইটিস বা Osteoarthritis । আর্থারাইটিসের খুবই কমন ফর্ম এটি। এর উপসর্গগুলি মোটামুটি এইরকম।
- সংযোগে ব্যথা
- জয়েন্টে কাঠিন্য
- নমনীয়তা হ্রাস
- হাঁটাচলায় অসুবিধা
- আঙুল মটমট করা
- হাড়ের সংযোগস্থস ফুলে যাওয়া
ডিজেনারেটিভ আর্থারাইটিস দেখা যায় - - হাত (hands)
- আঙুল (fingers)
- কাঁধ (shoulder)
- শিরদাঁড়া ( spine )
- ঘাড় ও পিঠের ব্যথা ( neck or lower back )
- নিতম্ভ ( hips )
- হাঁটু (knees )
এছাড়াও ইনফেকশাস আর্থারাইটিসও খুব কমন। আর্থারাইটিসে বেশির ভাগ ক্ষেত্রে জয়েন্টে ব্যথাই হয়। তবে অটোইমিউন আর্থারাইটিস থাকলে ফাইব্রোমায়ালজিয়া বলে একটা উপসর্গ হয়। যাতে গায়ে হাত পা-তেও ব্যথা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর্থারাইটিসের যন্ত্রণা বাড়ে। সেই সঙ্গে বায়ুদূষণের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেও একপ্রকার আর্থারাইটিস বেশি বাড়ছে। সেই সঙ্গে ওজন বৃদ্ধির কারণে হাঁটু বা শরীরের অস্থিসন্ধিগুলির উপর চাপ বাড়ে, ফলে আর্থারাইটিসের কষ্ট বাড়ে। এক্ষেত্রে কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে বাতের কষ্টে। কারও কারও ক্ষেত্রে আবার হাঁটু ও কোমরের উপর চাপ দিয়ে বেশি কাজ করার ফলেও আর্থারাইটিসের কষ্ট বাড়ে।
ডা. রুদ্রজিৎ পাল
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)