Stroke : বিউটি পার্লারে গিয়েই এই কাজ করেন? হঠাৎ স্ট্রোকে ওলটপালট হতে পারে জীবন, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
"বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম"-(Beauty parlor stroke syndrome) নিয়ে আমেরিকান জার্নাল অফ ইমার্জেন্সি মেডিসিনের মে ২০২৫ সংস্করণে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য।

স্যালোঁতে গিয়ে আরামে ডুব দিতে অনেকেই চান। স্যাসোঁতে গিয়ে রূপটান দেওয়া অনেকেরই নিয়মিত রুটিন। বাড়িতে শ্যাম্পু করার থেকে অনেকেই পছন্দ স্যালোঁর আরামদায়ক চেয়ারে আধ শোয়া হয়ে শ্যাম্পু করা। কিন্তু জানেন কি, তাতে এক চুল ভুল হলেই সর্বনাশ? হতে পারে হার্ট স্ট্রোক!
আমেরিকান জার্নাল অফ ইমার্জেন্সি মেডিসিনের মে ২০২৫ সংস্করণে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। খুঁটিয়ে দেখা হয়েছে ২২টি স্টাডি। ৫৪টি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে। এই গবেষণায় পাঁচ দশক ধরে "বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম"-(Beauty parlor stroke syndrome) এর কথা তুলে ধরা হয়েছে।
বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম কী?
হাইপারএক্সটেনশন বিউটি স্ট্রোক, বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম নামেও পরিচিত। স্যালোঁতে শ্যাম্পু করার জন্য যখন সিঙ্কের উপর মাথা হেলিয়ে দেওয়া হয়, তখনই বিরল ক্ষেত্রে এই বিপদ ঘটতে পারে। এই হাইপারএক্সটেনশনের ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী vertebral artery ছিঁড়ে যেতে পারে বা সংকোচন হতে পারে। এর ফলে রক্ত জমাট বাঁধতে পারে । যার ফলে স্ট্রোক হতে পারে। এর ফলে হঠাৎ করে এই লক্ষণগুলি দেখা দিতে পারে
- মাথা ঘোরা
- ঝাপসা দৃষ্টি
- শরীরের একদিকে দুর্বলতা
স্যালোঁতে চুল ধোয়ার মতো কার্যকলাপের সময় ঘটতে পারে এমন বিরল ধরনের স্ট্রোক। খুব কম ক্ষেত্রে, এর ফলে হার্ট স্ট্রোকও হতে পারে। পিপল-এর প্রতিবেদন অনুযায়ী, স্ট্রোকের পাশাপাশি, এই সিন্ড্রোমের ফলে মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি, ভারসাম্য হারানো, মাথাব্যথা, বমি বমি ভাব,কথা জড়িয়ে যাওয়া, পক্ষাঘাত এবং শরীরের একটি নির্দিষ্ট অংশে দুর্বলতা দেখা দিতে পারে। এই লক্ষণগুলি দেখা দিতে কয়েক দিন এমনকি সপ্তাহও লাগতে পারে।
গবেষণা কী বলে?
গবেষকরা দেখেছেন যে সবচেয়ে বেশি আক্রান্ত রোগীদের মধ্যে ৮০%ই মহিলা। এরা কিশোরী থেকে শুরু করে বয়স্কদের মধ্যে। ২০১৪ সালে এলিজাবেথ স্মিথ নামে একজন এই সিন্ড্রোমে আক্রান্ত হন। তিনি স্যালোঁতে চুল ধোয়ার পর দুই সপ্তাহ পরে স্ট্রোকে আক্রান্ত হন। এর দীর্ঘস্থায়ী পরিণতি হয়। স্মিথের মতে, স্ট্রোকের ফলে তার ধমনী কেটে যায়। এর ফলে বাম দিক অবশ হয়ে যায়। বাম চোখের ক্ষতি হয়।
এই সমস্যা এড়াতে স্যালোঁগুলিকে খেয়াল রাখতে হবে, যেন গ্রাহকদের ঘাড় বেশি হেলাতে না হয়। ঘাড় বেসিনের দিকে এগিয়ে দেওয়ার সময়, ঘাড়ে কুশনের সাপোর্ট দিতে পারলে ভাল।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















