Alzheimer: কুড়ির কোঠা পেরোলেই কি শুরু হয় স্মৃতিভ্রংশের সমস্যা? লক্ষণগুলি জানেন?
বিশেষজজ্ঞদের মতে, কম বয়সেও দেখা দিতে পারে অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশের সমস্যা। কম বয়সে এই সমস্যার লক্ষণগুলি দেখে চিকিৎসা শুরু করলে স্মৃতিভ্রংশের সমস্যা সারিয়ে তোলা সম্ভব।
কলকাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিভ্রংশের সমস্যা খুবই সাধারণ একটি সমস্যা। বয়সজনিত কারণে এই সমস্যা দেখা দেয়। কিন্তু অ্যালঝাইমার্স (Alzheimer) বা স্মৃতিভ্রংশের সমস্যা কি শুধুই বয়স বাড়লে দেখা দেয়? নাকি কম বয়স থেকেই শুরু হয় এই সমস্যার? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশের সমস্যা শুরু হতে পারে বয়স কুড়ি পেরোলেই। কিন্তু সেই সময় বেশিরভাগ মানুষই ততটা খেয়াল করেন না বা এড়িয়ে যান। এর প্রধান কারণ, বেশিরভাগ মানুষেরই ধারণা এই সমস্যা দেখা দেয় বেশি বয়সে।
বিশেষজজ্ঞদের মতে, কম বয়সেও দেখা দিতে পারে অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশের সমস্যা। কম বয়সে এই সমস্যার লক্ষণগুলি দেখে চিকিৎসা শুরু করলে স্মৃতিভ্রংশের সমস্যা সারিয়ে তোলা সম্ভব। এমনটাই মত বিশেষজ্ঞদের।
কম বয়সে স্মৃতিভ্রংশের সমস্যার লক্ষণ-
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কম বয়সে অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশের সমস্যায় বেশিরভাগ মানুষই নজর দেন না। এর অন্যতম কারণ, এই সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে খুব বেশি জানাও থাকে না। অবসাদ, উদ্বেগজনিত সমস্যার সঙ্গে স্মৃতিভ্রংশের সমস্যার পার্থক্য করতে পারেন না তাঁরা। তাই এই বিষয়ে অনেক বেশি সচেতনতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন - Health Tips: যে খাবারগুলি খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে
তাঁদের মতে, কম বয়সে স্মৃতিভ্রংশের সমস্যা খুব বেশি ভুলে যাওয়ার সমস্যা নয়। বরং, তাঁদের মধ্যে অনেক বেশি ব্যবহার, আচরণের সমস্যা কিংবা ভাষার সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেই কারণেই কম বয়সে অ্যালঝাইমার্সের সমস্যা দেখা দিলে বহু মানুষ অবসাদ, উদ্বেগজনিত সমস্যা, স্ট্রেস এবং আরও অনেক মানসিক সমস্যায় ভোগেন। তাই যদি কখনও কারও স্বাভাবিক আচরণ কিংবা ব্যবহারে সামান্য পরিবর্তনও নজরে পড়ে, যদি কারও মেজাজ দ্রুত পরিবর্তন হওয়া নজরে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানাচ্ছেন তাঁরা।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )