Coronavirus : করোনার বাড়বাড়ন্ত হলে রাজ্যগুলি তৈরি তো? খতিয়ে দেখতে আজ দেশব্যাপী মক ড্রিল
Coronavirus Mock drill : মঙ্গলবার বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালে মক ড্রিল অনুষ্ঠিত হবে
নয়াদিল্লি: চিন সহ বিশ্বের অনেক জায়গায় কোভিড কেসের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আশহ্কা তৈরি হচ্ছে প্রতিবেশি রাষ্ট্র ভারতেও। কারণ বহু চিনা পর্যটক আসেন ভারতে। এছাড়াও আন্তর্জাতিক যাত্রীদের আসা - যাওয়া তো লেগেই রয়েছে। ভারত তাই করোনার গতিবিধির উপর গভীর নজর রাখছে।
মক ড্রিল কী
কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুসারে, COVID-19 সম্পর্কিত যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলি তৈরি কিনা তা দেখে নেওয়ার সময় এসেছে। তাদের প্রস্তুতি যে একেবারে পাকা, তা নিশ্চিত করতে মঙ্গলবার বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালে মক ড্রিল অনুষ্ঠিত হবে। মক ড্রিলগুলি সব জেলায় স্বাস্থ্য সুবিধা কতটা উপলব্ধ, আইসোলেশন বেড (isolation beds ), অক্সিজেন সাপোর্ট সহ বেড ( oxygen-supported beds ), ICU (intensive care unit) এবং ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া বিছানা পর্যাপ্ত পরিমাণে আছে কি না নজরে রাখা হবে মক ড্রিলে।
কেন্দ্রর নজরে কী কী
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। অক্সিজেন প্লান্ট, ভেন্টিলেটর, অন্যান্য ব্যবস্থা, সেই সঙ্গে জরুরি পরিস্থিতিতে কাজ করার জন্য বহু চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীও প্রয়োজন হয় মহামারী পরিস্থিতিতে। তার জোগান যেন যথেষ্ট থাকে, তা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে।
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য উভয়ই সকলকে কোভিড-উপযুক্ত আচরণবিধি অনুসরণ করতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে, জনাকীর্ণ জায়গায় মাস্ক পরতে এবং টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ডাক্তারদের অপ্রমাণিত তথ্যের বিস্তার রোধ করতে, প্রমাণিত তথ্য শেয়ার করার আহ্বান জানিয়েছেন।
সোমবার, মনসুখ মাণ্ডব্য শীর্ষ চিকিৎসকদের দ্বারা গঠিত সংস্থা IMA র সদস্যদের সাথে একটি বৈঠকও করেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এ তাঁকে দেশে দ্বিতীয় বুস্টার ডোজ চালু করার জন্য অনুরোধ করা হয়।
আরও পড়ুন :
ভারতেও নতুন BF.7 ভ্যারিয়েন্টে আক্রান্ত করোনা রোগী, কী কী উপসর্গ নতুন এই রূপের?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )