Covid Vaccination : করোনার ভ্যাকসিনের সঙ্গে ঋতুচক্রের কোনও সম্পর্ক নেই, গুজব উড়িয়ে বার্তা কেন্দ্রের
সম্প্রতি একটি ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মেসেজের বক্তব্য অনুযায়ী, পিরিয়ডের ৫ দিন আগে বা ৫ দিন পরে কোভিড ভ্যাকসিন নেওয়া মহিলাদের পক্ষে ঝুঁকির।" যদিও এনিয়ে সরকারের বক্তব্য...
ঋতুস্রাব চলাকালীন করোনা ভ্যাকসিন নিতে পারেন মহিলারা। গুজব ছড়াতেই নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য দফতর। সম্প্রতি একটি ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মেসেজের বক্তব্য অনুযায়ী, পিরিয়ডের ৫ দিন আগে বা ৫ দিন পরে কোভিড ভ্যাকসিন নেওয়া মহিলাদের পক্ষে ঝুঁকির।" এই সময়ে মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। ফলে ক্ষতি হতে পারে বলেই দাবি করা হয়েছে সেই বার্তায়।
আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভুল বার্তায় বিভ্রান্ত হয়েছেন অনেকেই। সেই বার্তার নিরিখেই এবার নির্দেশিকা জারি করেছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো একটি টুইটে জানিয়েছে, গুজবে কান দেবেন না, ১৮ বছরের ঊর্ধ্বে সকলের ভ্যাকসিন নেওয়া উচিত।
মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর দেশের বেশ কিছু মহিলার ঋতুচক্রের পরিবর্তন হয়েছে, যদিও Alice Lu-Culligan and Randi Hutter Epstein at Yale School of Medicine-এর দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এমন কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভ্যাকসিন নেওয়ার পর এক আধবার পিরিয়ডে সমস্যা হলেও তাতে বিশেষ ক্ষতি নেই।
ছড়িয়ে পড়া ভুয়ো এই তথ্যের বিরোধিতা করেছেন চিকিৎসকরাও এবং সকলকে ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছেন। মুম্বই-এর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ভি কবাডিয়া টুইটে জানিয়েছেন, এ বিষয়ে ইতিমধ্যেই প্রচুর মেসেজ পেয়েছি, সকলেই জিজ্ঞাসা করেছেন পিরিয়ড চলাকালীন ভ্যাকসিন নেওয়া যাবে কি না। বুঝতে পারছি একটি মেসেজে আতঙ্ক ছড়িয়েছে। আবারও বলছি, ভ্যাকসিনের সঙ্গে পিরিয়ডের কোনও সম্পর্ক নেই। যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিন, এবং এই বার্তা ছড়িয়ে দিন। উল্লেখ্য, আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকেই টিকাদান কর্মসূচি চালু হচ্ছে।
এদিকে অন্তঃসত্ত্বারা কোভিড ভ্যাকসিন নিতে পারবেন কি না তা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। এপ্রসঙ্গে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(সিডিসি) সবুজ সংকেত দিয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )