Coronavirus: গলার ব্যথার ধরন দেখে কীভাবে বুঝবেন করোনায় আক্রান্ত হয়েছেন কিনা?
Sore Throat: গলার ব্যথার ধরন দেখে কীভাবে বুঝবেন সেটি কোভিড১৯-এর সংক্রমণের ফলে হয়েছে কিনা।
কলকাতা: গত প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে দেশ-তথা সারা বিশ্বে করোনা (Coronavirus) পরিস্থিতি চলছে। সারা বিশ্বের বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণ ভাইরাসের সংক্রমণের কারণে। আবার বহু মানুষ সংক্রমিত হওয়ার পর সুস্থও হয়ে উঠেছেন। বিশ্বের মানুষের কাছে করোনাভাইরাস আতঙ্কের একটা নাম হয়ে গিয়েছে। মাঝেমধ্যেই স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই মারণ ভাইরাসের নতুন রূপ সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। আবার মাঝেমধ্যেই নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে করোনাভাইরাসের। এই মুহূর্তে বর্ষাকাল চলছে। এই সময় সাধারণ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা (Sore Throat) লেগেই থাকে। এই সময়ে কোনটা করোনার সংক্রমণের লক্ষণ আর কোনও সাধারণ ঠান্ডা লাগার ফলে হচ্ছে, তা বোঝা বেশ মুশকিল হয়ে পড়ে। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, গলার ব্যথার ধরন দেখে কীভাবে বুঝবেন সেটি কোভিড১৯-এর সংক্রমণের ফলে হয়েছে কিনা।
বর্ষাকালে সাধারণ ঠান্ডা লাগায় কী সমস্যা দেখা দেয়-
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষার মরসুমে যদি সাধারণ ঠান্ডা লাগার কারণে গলায় ব্যথা হওয়া খুবই স্বাভাবিক একটা ঘটনা। বহু মানুষেরই হয়ে থাকে। এই সময় ঠান্ডা লাগার ফলে গলায় ব্যথা হলে ঢোঁক গিলতে সমস্যা হয়। জ্বর, সর্দি, কাশির কারণে গলা খুসখুস করতে থাকে। হাঁচি, কাশি দেখা দেয়। এই সমস্ত সমস্যাই খুবই সাধারণ। কিন্তু করোনাভাইরাসের কারণে যদি গলায় ব্যথা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি ছাড়াই শুধুমাত্র গলায় ব্যথা হতে পারে। এবং তার সঙ্গে থাকে শ্বাস-প্রশ্বাসের সমস্যা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খাবার খাওয়ার সময়ে এইক্ষেত্রে গলায় সর্দি ছাড়াই মারাত্মক ব্যথা হতে পারে। এমন যদি লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। এবং দ্রুত নিজেকে আইসোলেশনে রাখা প্রয়োজন। এছাড়াও কোভিড১৯-এর অন্যান্য উপসর্গগুলি থাকবেই। তাই বর্ষাকালে আরও বেশি সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন - Uric Acid: শরীরে ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা বুঝবেন কীভাবে?
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )