Eye Hospital: চোখের আধুনিক চিকিৎসার ঠিকানা এবার শহর কলকাতায়, সল্টলেকে উদ্বোধন হল ডক্টর আগরওয়াল গ্রুপ অফ আই হসপিটালসের 'কাটিং এজ আই ফেসিলিটি'
Eye Health: ডক্টর আগরওয়াল চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের এই নতুন হাসপাতালে রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা নিরীক্ষা করা হবে।
![Eye Hospital: চোখের আধুনিক চিকিৎসার ঠিকানা এবার শহর কলকাতায়, সল্টলেকে উদ্বোধন হল ডক্টর আগরওয়াল গ্রুপ অফ আই হসপিটালসের 'কাটিং এজ আই ফেসিলিটি' Cutting Edge Eye Facility By Doctor Agarwal Group Begins Journey For Modern Eye Treatment in Kolkata Eye Hospital: চোখের আধুনিক চিকিৎসার ঠিকানা এবার শহর কলকাতায়, সল্টলেকে উদ্বোধন হল ডক্টর আগরওয়াল গ্রুপ অফ আই হসপিটালসের 'কাটিং এজ আই ফেসিলিটি'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/29/d0bf38b1e462346cd2c8a721dfd4d61f1706545918699485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Eye Hospital: স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ডক্টর আগরওয়াল গ্রুপ অফ আই হসপিটাল (Dr Agarwals Group of Eye Hospitals) কলকাতা শহরে একটি বিখ্যাত নাম। সম্প্রতি এই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অত্যাধুনিক চক্ষু হাসপাতালের (Modern Eye Checkup) উদ্বোধন করেছেন সল্টলেকে। ডক্টর আগরওয়াল গ্রুপ অফ আই হসপিটালসের তরফে সল্টলেকে চালু হয়েছে কাটিং এজ আই ফেসিলিটি। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের এই নতুন হাসপাতালে রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা নিরীক্ষা করা হবে। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দু' থেকে তিন বছরে কলকাতায় নতুন হাসপাতাল তৈরির ক্ষেত্রে এবং যেসব হাসপাতাল রয়েছে সেগুলির আধুনিকীকরণের জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার এই নতুন চক্ষু হাসপাতালের উদ্বোধন হয়েছে সল্টলেকে। সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর আশর আগরওয়াল (চক্ষু হাসপাতালের Dr Agarwals Group-এর চিফ বিজনেস অফিসার), ডক্টর কালাদেবীসতীশ (জোনাল হেড – ক্লিনিক্যাল সার্ভিস, ডক্টর আগরওয়ালস গ্রুপ অফ আই হসপিটালস), রাহুল আগরওয়াল (চিফ অপারেটিং অফিসার, ডক্টর আগরওয়ালস গ্রুপ অফ আই হসপিটালস), ডক্টর দীপাংশু বসু চৌধুরী (হেড ক্লিনিকাল সার্ভিস, ডক্টর আগরওয়ালস চক্ষু হাসপাতাল-সল্টলেক), ডক্টর কুমার সৌরভ (সিনিয়র কনসালট্যান্ট- ডক্টর আগরওয়ালস চক্ষু হাসপাতাল, সল্টলেক), অভিনেত্রী উষসী রায়।
৭৮০০ বর্গফুটের প্রশস্ত প্রাইম্যার্ক স্কোয়ার, সল্টলেক, সেক্টর ৩-এর প্রথম তলায় অবস্থিত এই নবনির্মিত চক্ষু হাসপাতালটিতে চোখের রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য অত্যাধুনিক সুবিধা রয়েছে। এখানে ছানি, রেটিনা, রিফ্রাকটিভ, পেডিয়াট্রিক, কর্নিয়া, স্কুইন্ট এবং গ্লুকোমা-সহ একাধিক বিষয়ে সুপার স্পেশালিটি পরিষেবা সরবরাহ করা হবে। রোগীরা ইমপ্লান্টেবল কলমারলেন্স (ICL) সার্জারি, LASIK, এবং ভিট্রেও-রেটিনাল সার্জারি-সহ উন্নত অস্ত্রোপচারের পদ্ধতিগুলি পাবেন, যা চোখের জটিল সমস্যার সমাধানে আধুনিক পরিষেবা প্রদানে সক্ষম হবে। ডক্টর আশর আগরওয়াল জানিয়েছেন, সংঘবদ্ধ ভাবে আগামী অর্থবর্ষের মধ্যে দেশে এবং বিদেশে ৩০টির বেশি হাসপাতাল এবং ৫০টি চোখের চিকিৎসার ক্লিনিক খোলার পরিকল্পনায় রয়েছে তাঁদের হাসপাতালের কর্তৃপক্ষ। এই হাসপাতাল এবং তার সঙ্গে যুক্ত বাকি সকলের মূল লক্ষ্য হল রোগীর ভাল পরিষেবা দেওয়া।
সল্টলেকের ডক্টর আগরওয়ালস চক্ষু হাসপাতালের ক্লিনিকাল পরিষেবার প্রধান ডাঃ দীপাংশু বসু চৌধুরী বলেছেন, এই চক্ষু হাসপাতালে রোগীরা সর্বোচ্চ মানের চোখের চিকিৎসা পাবেন এবং উন্নত ও আধুনিক পরিষেবা পাবেন। সল্টলেকে এই চক্ষু হাসপাতালের উদ্বোধন, একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে ডক্টর আগরওয়ালস গ্রুপের জন্য। হাসপাতালের মূল লক্ষ্য হল রোগীদের সঠিক এবং উন্নত, আধুনিক ও বিশ্বমানের পরিষেবা দেওয়া, সঠিকভাবে চোখ সংক্রান্ত বিভিন্ন রোগের চিকিৎসা করা।
(ডিসক্লেমার: এই নিবন্ধটি একটি ফিচার্ড প্রতিবেদন। ABP অথবা ABP LIVE এখানে প্রকাশিত মতামতকে সমর্থন/সাবস্ক্রাইব করে না। উল্লিখিত অনুচ্ছেদে বর্ণিত সব কিছুর জন্য অথবা উল্লিখিত নিবন্ধে বর্ণিত/নির্দিষ্ট ভাবনা, মতামত, ঘোষণা, ডিক্লেয়ারেশন, যাচাইকরণ ইত্যাদির জন্য ABP কোনওভাবেই দায়ী থাকবে না। সেই অনুসারে পাঠকদের কোনও বিষয়ে বিবেচনা বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।)
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)