Smallest Wearable Air Purifier: লাগবে না মাস্ক, নতুন প্রযুক্তির এই ফিল্টারেই দূষণ থেকে মুক্তি, দাবি সংস্থার
Smallest Wearable Air Purifier: আইআইটি দিল্লি-বেসড একটি স্টার্টআপ সংস্থা ন্যানোক্লিন। তাঁরা তৈরি করেছে এমন একটি জিনিস যা আকারে অনেক ছোট হলেও N-95 মাস্কের দক্ষতার সমতুল। নাম দেওয়া হয়েছে Naso-95।
নয়াদিল্লি: কোভিডের ধাক্কা এক লহমায় বদলে দিয়েছে গোটা পৃথিবীর জীবন। নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসের তালিকায় সবার উপরে জায়গা পেয়েছে নানা ধরনের মাস্ক। বিশেষজ্ঞদের মতে, শুধু কোভিড ভাইরাসই নয়, প্রবল বায়ুদূষণ থেকে রক্ষা পেতেও প্রয়োজন মাস্ক। কিন্তু মুখ জুড়ে বসা মাস্ক নিয়ে আপত্তিও রয়েছে অনেকের। মাস্ক পরে কথা বলতে বা হাঁটতে সমস্যা হয় অনেকের। রয়েছে আরও অসুবিধে। সেই সমস্যা কীভাবে এড়ানো যায়, সেই গবেষণা করছিলেন বিজ্ঞানীরা। এবার এটি স্টার্টআপ সংস্থা দাবি করল সাফল্যের বিষয়ে।
আইআইটি দিল্লি-বেসড একটি স্টার্টআপ সংস্থা ন্যানোক্লিন। তাঁরা তৈরি করেছে এমন একটি জিনিস যা আকারে অনেক ছোট হলেও N-95 মাস্কের দক্ষতার সমতুল। নাম দেওয়া হয়েছে Naso-95। সংস্থার দাবি, শুধু ভাইরাস-ব্যাকটেরিয়া নয়। এর সাহায্যে বিভিন্ন বায়ুদূষকের প্রকোপ থেকেও বাঁচা যাবে। সংস্থার দাবি, দেশ -বিদেশের বিভিন্ন গবেষণাগার থেকে পরীক্ষিত হয়েছে তাদের এই জিনিসটি।
জিনিসটা ঠিক কী?
শুধুমাত্র নাকের শ্বাসপ্রশ্বাস নেওয়ার জায়গাটুকু ঢেকে রাখবে সংস্থার তৈরি এই নতুন প্রযুক্তি। বিভিন্ন বয়সের নাগরিকদের কথা ভেবে বিভিন্ন মাপে তৈরি করা হয়েছে naso-95. একটি স্টিকারের মতো জিনিস, সেটি খুলে নাকের ফুটোর জায়গায় বসিয়ে চেপে দিলেই আটকে যাবে।
সুবিধে কী কী
নিজেদের ওয়েবসাইটে সংস্থার দাবি, বিভিন্ন বায়ুদূষক, এয়ার পার্টিকলস আটকে দেবে এই জিনিসটি।
সাদা রঙের হওয়ায়, বেশি নজরে পড়বে না।
বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন মাপে তৈরি করা হয়েছে।
এটি use and throw। অর্থাৎ ব্যবহার করে ফেলে দিতে হবে।
সংস্থার দাবি, তাদের তৈরি এই ফিল্টার বায়োডিগ্রেডেবল (biodegradable) হওয়ায় পরিবেশদূষণ করবে না।
ন্যানোটেকনোলজির ব্যবহার হওয়ায় এই জিনিসটি পরলে শ্বাসজনিত কোনও সমস্যা হবে না বলে দাবি সংস্থার।
কী উপকার?
সংস্থার দাবি, ধুলো থেকে বাঁচাবে naso95
ভারতের একাধিক শহরে ধোঁয়াশার সমস্যা রয়েছে। এই ফিল্টারটি পরলে ধোঁয়াশায় ক্ষতি হবে অনেক কম
গাড়ির ধুয়ো, কারখানার ধুয়ো থেকে ভয়াবহ বায়ুদূষণ হয়ে থাকে। এই ফিল্টার পরলে রাস্তাঘাটে বা কারখানার এলাকায় বাঁচা যাবে দূষণ থেকে
পলেন থেকেও বাঁচাবে naso95, অনেকের ফুলের রেণুতে অ্যালার্জি থাকে। এই ফিল্টার পরা থাকলে মিটবে সমস্যা।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আরও পড়ুন: খালি পেটে এক চামচ ঘি খেলে কী হবে জানা আছে?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )