Bathroom Tiles Cleaning Tips: বাথরুমের টাইলস থেকে হতে পারে এই রোগগুলি, সাফ রাখবেন কীভাবে ?
Disease From Bathroom Tiles: বাথরুমের টাইলস থেকে বেশ কিছু রোগের আশঙ্কা থাকে। এই আশঙ্কা কমাতেই টাইল সাফ করার সময় কিছু কথা খেয়াল রাখা জরুরি।
Disease From Bathroom Tiles: বাথরুম অনেকেই সপ্তাহে একদিন বা দুদিন পরিষ্কার করেন। কেউ কেউ আবার রোজ। কিন্তু বাথরুম সাফ করা হলেও বাথরুমের দেওয়ালে থাকা টাইলস অনেকেই পরিষ্কার করতে ভুলে যান। আর সেই কারণেই নানা রোগের বাড়বাড়ন্ত হতে পারে। এই রোগগুলি অজান্তেই শরীরে বাসা বাঁধে।
কী কী জীবাণু থাকে বাথরুমে ?
বাথরুমের মধ্য়ে ই কোলাই, সালমোনেল্লা, নোরোভাইরাস, হেপাটাইটিস এ, এমআরএসএ, ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়াগুলি থাকে। প্রসঙ্গত, অনেকেই বাইরে বেরোন। দীর্ঘক্ষণ বাইরে থাকেন বলে বাইরের বাথরুম ব্যবহার করেন। পাবলিক টয়লেটে এই ধরনের ব্যাকটেরিয়া বহুগুণ বেশি থাকে। এমনকি সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও বেশি থাকে।
কী কী রোগের আশঙ্কা ?
- পেটের রোগ যেমন ডায়রিয়া, পেট খারাপের সমস্যা।
- জ্বর
- ক্লান্তিভাব
- গলার সংক্রমণ
- ত্বকের সংক্রমণ
কীভাবে ছড়ায় এই জীবাণু
অনেকের ধারণা বাথরুমের মধ্যে একমাত্র টয়লেট সিটেই সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে। কিন্তু আদতে ব্যাপারটা তা নয়। ব্যাকটেরিয়া বাথরুমের মেঝে ও দেওয়ালে আরও বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়াও, যে যে জিনিসগুলি বেশি ধরা হয়, সেখানে ব্যাকটেরিয়া বেশি থাকে।
বাথরুমের কোথায় কোথায় ব্যাকটেরিয়া বেশি থাকে ?
- জলের কলে
- সাবানে
- গা সাফ করার জালিতে
- কমোড বা ইন্ডিয়ান টয়লেটের ফ্লাশ বাটনে
- মগে
- বালতিতে
- বাথরুমের মেঝেতে
- বাথরুমের দেওয়ালে
- বাথরুমের মেঝেতে
- গামছায় (যদি বাথরুমের ভিতরে রাখা থাকে)
- শ্যাম্পুর কৌটো ও পাউচের গায়ে
- কাপড় কাচার জিনিসে
কীভাবে সাফ করবেন বাথরুম ?
১. বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য একটি পাত্রে ৫০ শতাংশ জল ও ৫০ শতাংশ ডিশ লিকুইড সোপ নিন। এবার সেটি ভাল করে গুলে টাইলসগুলি পরিষ্কার করতে হবে।
২. ডিশ লিকুইড সোপের বদলে ২৫ শতাংশ ভিনিগার ও ২৫ শতাংশ লেবুর রস ৫০ শতাংশ জলে মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ দিয়েও সাফ করতে পারেন বাথরুমের টাইলস।
৩. টাইলস সাফ করার সময় একটি স্পঞ্জ ব্যবহার করুন। সার্কুলার অর্থাৎ চক্রাকার গতিতে পরিষ্কার করা সবচেয়ে ভাল।
৪. হাইড্রোজেন পারক্সাইডও ব্যবহার করতে পারেন টাইলস পরিষ্কার করার জন্য। এটি টাইলসের কঠিন দাগ সহজে তুলতে সাহায্য করে।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Hot Water Drinking: খাবার খেয়ে সাধারণ জল নয়, উষ্ণ জলে কী উপকার
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )