Anger Effects: রাগ হয় মাঝে মাঝেই? কোন কোন অঙ্গে এর প্রভাব পড়ছে জানেন?
Effect Of Anger On Health: রাগ করেন মাঝে মাঝেই ? শরীরের উপর এর বড় প্রভাব পড়ছে।
কলকাতা: রেগে যান মাঝে মাঝেই। অন্যায় দেখলে মোটে সহ্য হয় না। মনে হয় একটা বিহিত করে তবে দম নেবেন ! কিন্তু ঘটনার বিহিত করতে গিয়ে বিপদে পড়ছেন আপনিও। একটি ঘটনা দেখে আপনার ভীষণ রাগ হতেই পারে। কিন্তু সেই রাগ সবসময় নিতে পারে না শরীর। শরীরের ভিতরের ঘটনা অনেকেই রাগের মাথায় টের পান না। কিন্তু হার্ট সহ বেশ কয়েকটি অঙ্গের বিপদ ডেকে আনে রাগের প্রবণতা।
রাগে ক্ষতি আদতে কার ?
আপনার। কারণ আপনার বেশ কিছু অঙ্গের উপর সরাসরি প্রভাব ফেলে রাগ। কী সেইগুলি ? আসুন দেখে নেওয়া যাক।
হজমের সমস্যা - শুনতে অবাক লাগলেও এটা বাস্তব। আমাদের মস্তিষ্কের সঙ্গে পেটের যোগাযোগ রক্ষা করে অটোনমিক নার্ভ সিস্টেম। কিন্তু রাগের কারণে শরীরের ভিতর স্ট্রেস বাড়ে। আর তা বেড়ে গেলে স্নায়ুতন্ত্রের যোগাযোগ বিঘ্নিত হয়। যা থেকে হজমের সমস্যা হতে পারে।
হার্টের বিপদ - একাধিক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। দেখা গিয়েছে, রাগের কারণে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায় শরীরে। যার থেকে হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে। কারণ স্ট্রেস সরাসরি হার্টের স্পন্দনকে প্রভাবিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা বলছে, রাগের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্তত দুই গুণ বেড়ে যায়। কমবেশি চার হাজার জনের উপর এই পরীক্ষা করে দেখা হয়।
ঘুমের সমস্যা - ঘুমের ব্যাঘাত ঘটায় রাগ। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, কম ঘুম ও রাগের মধ্যে সম্পর্ক বা কোরিলেশন রয়েছে। কোরিলেশনের অর্থাৎ একটি বাড়লে বা কমলে অন্যটিও সেই মতো বাড়ে বা কমে। ঘুমের কেমন সমস্যা দেখা দেয় ? গবেষণায় দেখা গিয়েছে, ঘুম আসতে দেরি হয়। এমনকি একটানা ভাল করে ঘুমও হয় না। মধ্যবয়স্ক ব্যক্তিদের মধ্যে এই সমস্যার আধিক্য রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কী করলে কমবে রাগ ?
- গভীর শ্বাসের ব্যায়াম অনেকটাই উপকারে আসে। দিনে দুবার ১০ মিনিট করে এটি করুন। বুকভরে নাক দিয়ে শ্বাস নিন। মুখ দিয়ে ছাড়ুন। এতে স্নায়ুর অস্থিরতা কমে।
- কথা বলার আগে এক সেকেন্ড থেমে যান। কী বলতে যাচ্ছেন ভাবুন। বলা ঠিক কি না ভেবে নিন।
- রাগের সময় আমরা নিজেদের প্রাধান্য দিই। ফলে প্রথমেই নিজেকে বাদ দিয়ে উল্টোদিকের ব্যক্তির কথা ভাবুন।
আরও পড়ুন - Eye Disease: ভিটামিন A নয়, অন্য একটির অভাবেই বিপদ বাড়ছে চোখের
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )