Monsoon Skin Care: বর্ষাকালে অয়েলি স্কিনের যত্ন নেবেন কীভাবে? রইল কিছু ঘরোয়া টিপস
Oily Skin Care Tips: বর্ষাকালে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়ার জন্য মেনে চলুন সহজ কয়েকটি ঘরোয়া টিপস।
কলকাতা: ত্বকের যত্নে (Skin Care Tips) সবথেকে বেশি প্রয়োজন সঠিক নিয়মকানুন জেনে নেওয়া। অনেকে ভাবে হয়তো শুধু শীতকালেই ত্বকের যত্ন (Monsoon Skin Care) নেওয়া প্রয়োজন। কিন্তু সুন্দর মোলায়েম ত্বক (Oily Skin Care) পেতে হলে সারাবছর, সব ঋতুতেই সঠিকভাবে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। বর্ষাকালে বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত অর্থাৎ অয়েলি স্কিন তাঁরা অজান্তেই কিছু ভুল করে ফেলেন। এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। তাই জেনে নিন অয়েলি স্কিন থাকলে কীভাবে বর্ষাকালে ত্বকের খেয়াল রাখবেন। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ত্বকের যত্ন নিতে পারবেন আপনি। শুধু সহজ কয়েকটি টিপস জেনে নেওয়া প্রয়োজন।
অতিরিক্ত স্ক্রাবের ব্যবহার করবেন না- বর্ষাকালে ত্বকে অতিরিক্ত স্ক্রাব ব্যবহার করবেন না। সাধারণত ত্বকের 'ডেড সেল' নষ্ট করে উজ্জ্বলতা বাড়াতে স্ক্রাব সাহায্য করে। কিন্তু অতিরিক্তি স্ক্রাব করলে, ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যেতে পারে। দেখা দিতে পারে ব্রণর সমস্যাও।
মাড ফেসপ্যাক বা মূলতানি মাটি- ঘরোয়া ফেসপ্যাক সবসময়ই ত্বকের যত্নের জন্য আদর্শ। আর এক্ষেত্রে মূলতানি মাটির জুড়ি মেলা ভার। মূলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করলে অয়েলি স্কিন থাকলে উপকার পাবেন। বর্ষাকালে এমনিতেই যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাঁদের ‘টি জোন’ বা নাকের চারপাশে ময়লা জমতে দেখা যায়। এই অংশ পরিষ্কার করে ত্বক ঝকঝকে রাখতে সাহায্য করে মূলতানি মাটি।
সারাবছর সঙ্গে থাকুক সানস্ক্রিন- শুধুমাত্র গরমকাল নয়, সারা বছরই সানস্ক্রিন ব্যবহার করুন। বর্ষাকালে ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। অবশ্যই যাচাই করে নেবেন এসপিএফ। যাঁদের অয়েলি স্কিন তাঁরা জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। এর ফলে ঘাম হলেও মুখের ত্বকে চিটচিটে ভাব দেখা যাবে না।
ভালভাবে মুখ পরিষ্কার করুন- বাড়ির বাইরে বেরোলে এমনকি বাড়িতে থাকলেও দিনে অন্তত দু’বার ফেসওয়াশ দিয়ে ভালভাবে মুখ পরিষ্কার করতে হবে। অয়েলি স্কিনটোন থাকলে জেল বেসড ফেসওয়াশ ব্যবহার করুন। ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার পর হাল্কা কোনও ময়শ্চারাইজার মুখে লাগিয়ে নিন।
আরও পড়ুন- ত্বকের যত্নে মোক্ষম দাওয়াই ভিটামিন ই, জেনে নিন সাত-সতেরো