Glowing Skin Tips: উজ্জ্বল ত্বক পেতে দারুণ কার্যকরী হলুদের টোনার, রইল তৈরি করার এবং ব্যবহারের পদ্ধতি
ঘরোয়া স্বল্প উপাদান দিয়েই তৈরি করে ফেলতে পারবেন হলুদের টোনার (Turmeric Toner)। যা শুধু আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে না। তার পাশাপাশি ত্বকের নানা সমস্যারও সমাধান করবে।
কলকাতা: ত্বকের পরিচর্যায় (Skin Care) আমরা কী না করে থাকি। ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিস্কার করা থেকে টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার। ত্বক সুন্দর রাখতে কে না চায়। তাই পরিচর্যায় অধিকাংশ ক্ষেত্রেই বাজারচলতি প্রোডাক্ট ব্যবহার করতে দেখা যায়। কিন্তু উজ্জ্বল ত্বক পাওয়ার রহস্য এবার আপনার হাতের মুঠোয়। ঘরোয়া স্বল্প উপাদান দিয়েই তৈরি করে ফেলতে পারবেন হলুদের টোনার (Turmeric Toner)। যা শুধু আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে না। তার পাশাপাশি ত্বকের নানা সমস্যারও সমাধান করবে। তাহলে জেনে নেওয়া যাক প্রথমে যে কীভাবে বাড়িতে তৈরি করবেন হলুদের টোনার-
আরও পড়ুন - Skincare Tips: নতুন মায়েরা কীভাবে নিজেদের এবং বাচ্চার ত্বকের যত্ন নেবেন?
হলুদের টোনার বানানোর জন্য যে যে উপকরণগুলো জরুরি-
১. কাঁচা হলুদ বাটা
২. অ্যালোভেরা জেল
৩. গ্রিন টি
৪. গোলাপ জল
৫. লেবুর রস
৬. এক গ্লাস জল
হলুদের টোনার তৈরি করার জন্য প্রথমে এক গ্লাস জল গরম করে নিতে হবে। এবার গরম করা জল ঠান্ডা করে তাতে দু চামচ কাঁচা হলুদ বাটা, এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ গ্রিন টি, দু চামচ গোলাপ জল ও এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিকে একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। স্প্রে বোতলে মিশ্রণটি রাখলে ভালো হয়। তবে এই টোনার প্লাস্টিকের বোতলে না রাখাই ভালো। কাচের বোতলে ভরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন - Men's Fitness Food: পুরুষদের ফিটনেস বজায় রাখতে এবং এনার্জি বাড়াতে সাহায্য করে যে খাবারগুলো
নিষ্প্রাণ ত্বকে প্রাণ ফেরাতে, ত্বকের হারানো উজ্জ্বলভাব ফিরিয়ে আনতে সপ্তাহে দুই থেকে তিনবার হলুদের টোনার ত্বকে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রথমে জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। তারপর হলুদের টোনার মুখে স্প্রে করুন। হলুদের টোনার মুখে ব্যবহার করার পর হালকা হাতে ম্যাসেজ করতে পারেন। কয়েক মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এই টোনার ব্যবহার করলে পরিবর্তনটা নিজেই দেখতে পাবেন। তবে, টোনার ব্যবহারের পর ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না যেন। ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বকের আদ্রতা আরও কমে যাবে এবং ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে উঠতে পারে। তাই সবকিছুর পরে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি।