Google News Discover stopped working:থমকে গেল গুগল নিউজ, ডিসকভার, অভিযোগের ঢল সোশ্যাল মিডিয়ায়
Google News Discover stopped working: গুগল নিউজ ও গুগল ডিসকভার থেকে লক্ষ লক্ষ ব্যবহারকারী রোজ খবর পড়েন। এবার ভারত জুড়ে ব্যাহত হল সেই পরিষেবা।
Google Discover Stopped Working: ফেসবুক, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝেই হয়ে থাকে এই সমস্যা। এবার গুগলও সম্মুখীন হল তার। ভারত জুড়ে গুগলের একাধিক পরিষেবা অকেজো হয়ে গেল। গুগল নিউজ ও গুগল ডিসকভার দুটোই শুক্রবার বেশ কিছুক্ষণের জন্য অকেজো হয়ে গিয়েছে। এর ফলে ডিজিটাল খবরের পাঠকরা অসুবিধার সম্মুখীন হন। লক্ষ লক্ষ ব্যবহারকারী রোজ গুগল ডিসকভার ও গুগল নিউজ থেকে খবর পড়েন। রোজকার আপডেট রাখেন। তাদের তরফে শুক্রবার অভিযোগ আসতে শুরু করেছে। অভিযোগ আসতে থাকে বিভিন্ন সমাজ মাধ্যমে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় অনেকে এইদিন গুগল নিউজ অন্যদের কাজ করছে কি না তা জানতে চান। পাশাপাশি কেউ কেউ স্ক্রিনশটও পোস্ট করেন। গুগল ডিসকভারে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর ছাড়াও পাঠকের পছন্দের সাইট ও ইউটিউব ভিডিয়োর আপডেট। সেগুলি তারা পড়েন, দেখেন। কিন্তু এইদিন টাইমলাইন স্ক্রোল করে খবর পড়তে অসুবিধার সম্মুখীন হয়েছেন অনেকে। অন্যদিকে ডিসকভার ছাড়াও গুগল নিউজ অ্যাপও ব্যবহার করেন অনেকে। কিন্তু শুক্রবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসতে শুরু করে। সোশ্যাল মিডিয়া এক্সে অনেকেই গুগল সার্চের স্ক্রিনশট পোস্ট করেন। তাতে দেখা যায় সার্চ করার পর নিউজ বিভাগে কোনও তথ্য আসছে না। বর্তমানে এই প্রতিবেদন লেখাকালীনও সেই সমস্যা হচ্ছে গুগলে।
গুগলের সার্চবারে কোনও কিছু লিখে সার্চ করলে বেশ কয়েকটি বিকল্প আসে। তার মধ্যে প্রথম বিকল্প ‘অল’ অর্থাৎ সব। এর পর একটা বিভাগ থাকে, যা হল নিউজ অর্থাৎ খবর। কিন্তু সেই বিভাগে গেলে কোনও খবর পাওয়া যাচ্ছে না।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী এই সমস্যা শুধু ভারতে নয়, ভারতের বাইরেও হয়েছে। বিশ্ব জুড়ে বিভিন্ন দেশ থেকে এই বিষয়ে অভিযোগ জমা পড়তে থাকে ডাউনডিটেক্টরে। বর্তমানে খবরের কাগজের পাশাপাশি ডিজিটাল নিউজের উপর মানুষের বিশ্বাস অনেকটাই বেড়েছে। হাতের মুঠোয় থাকা ফোন থেকে প্রয়োজনীয় খবর পড়ে নেন তাঁরা। ফোনের মধ্যে এখন খবরের অন্যতম হাব হল গুগল নিউজ।
গুগলের তরফে অবশ্য এখনও এই বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে শিগগিরই পরিষেবা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন - Viral News: সারাদিন পরকীয়া, ফোন কেড়ে নিতেই বরকে বিছানায় বেঁধে শক দিলেন স্ত্রী !
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।